Top

গাজীপুর সিটির ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

২৫ মে, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ
গাজীপুর সিটির ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা।

এদিকে, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও কয়েকটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। যেসব কেন্দ্রে ভোটার থাকবেন, সময়ের পরও তাদের ভোট নেওয়া হবে।

নির্বাচনে মেয়র পদে আটজন লড়লেও আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন।

৩২৯ বর্গকিলোমিটার আয়তনের গাজীপুর সিটির তৃতীয় নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে রয়েছে ৪৮০টি ভোটকেন্দ্র। সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। এসব কেন্দ্রে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

 

বিস্তারিত আসছে…

শেয়ার