জালিয়াতির মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ কৃষি ব্যাংকের খাগড়াছড়ির মুখ্য কর্মকর্তা ও দীঘিনালা শাখার সাবেক ব্যবস্থাপক নিকোলাস চাকমার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৪ মে) দুদকের রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ে এ সংস্থাটির সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সুদ ও ভুয়া হিসাব খুলে মোট ২ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৩২৩ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সময়ে ওই টাকা আত্মসাৎ করেন তিনি। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।