Top
সর্বশেষ

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষি দিনমজুরের মৃত্যু

২৭ মে, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষি দিনমজুরের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু গ্রামে শনিবার ধান কাটার সময় বজ্রপাতে সুলতান প্রামাণিক (৬০) নামে এক কৃষি দিনমজুর মারা গেছে।

নিহত সুলতান প্রামাণিক ওই গ্রামের মৃত ফয়জাল প্রামাণিকের ছেলে। কায়েমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জিয়াউল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকালে অন্য দিনমজুরদের সঙ্গে সুলতান প্রামাণিক গ্রামের এক কৃষকের জমিতে ধান কাটতে যায়।

ধান কাটার এক পর্যায়ে সকাল ১০টার দিকে বৃষ্টির সাথে মেঘের তর্জন-গর্জন শুরু হয়। এসময় সকলেই দৌড়ে গ্রামের দিকে যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় সুলতান প্রামাণিক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার