Top
সর্বশেষ

সরকারি ফি ৪৪৬ টাকা, দিতে হচ্ছে আড়াই হাজার

২৭ মে, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
সরকারি ফি ৪৪৬ টাকা, দিতে হচ্ছে আড়াই হাজার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

দলিলের হুবহু নকল তুলতে সরকারি ফি ৪৪৬ টাকা। তবে সাধারণ লোকের কাছ থেকে এ জন্য দুই থেকে আড়াই হাজার টাকা আদায় করা হচ্ছে। বিশেষ পরিচয় দিলে খরচ কিছু কমে। এটাই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। না হলে দলিলের সত্যায়িত অনুলিপি যা দলিলের নকল বলে পরিচিত (সার্টিফায়েড কপি) পাওয়া যায় না। চাঁপাইনবাবগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে দলিলের নকল তুলতে এই বাড়তি অর্থ গুনতে হচ্ছে।

সরেজমিনে চাঁপাইনবাবগঞ্জ সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে এমন দৃশ্যই দেখা যায়। রেজিস্ট্রি করতে আসা ব্যক্তিরা ঝামেলা এড়াতে বাড়তি টাকা গুনেই কাজ সারছেন। কার্যালয়ে ঢুকতেই দেখা গেল, সেবাগ্রহীতাদের প্রচুর ভিড়। সেখানে রয়েছে দালাল আর ফড়িয়াদের চক্র। বাড়তি অর্থ হাতিয়ে নেয়ার মূলহোতা চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্টার কার্যালয়ের রেকর্ড কিপার আফতাজুল ইসলাম।

তার সাথে পরিচয় গোপন করে সেবাগ্রহীতা সেজে মুঠোফোনে কথা হয় প্রতিবেদকের। দলিলের নকল তুলতে কতো খরচ জানতে চাইলে, আফতাজুল জানান, ২৫০০ টাকা লাগবে। সর্বনিম্ন খরচ ২০০০ টাকা দিতে হবে। তা না হলে কাজ হবে না। তাকে আগাম ১৪০০ টাকা দেয়ার কথা জানালেও তা তিনি স্বীকার করে বলেন, বাকি টাকা নিয়ে আগামী মঙ্গলবার আসেন৷ কিন্তু বাস্তবে তার সাথে এনিয়ে এর আগে কখনও কথায় হয়নি। পরে পরিচয় দিয়ে সরাসরি কথা বলতে চাইলে, আফতাজুল ইসলাম কথা বলতে রাজি হননি।

এক ব্যক্তিকে দেখা যায়, রেজিস্ট্রি করতে আসা সেবাগ্রহীতাদের বালাম বইয়ে টিপসই দেওয়াচ্ছেন আর সরাসরি টাকা চাইছেন। আরেক টেবিলে বসা ব্যক্তি সেবাগ্রহীতার দলিলের নকলের জন্য আগাম ‘ফি’ চাইছেন ২ হাজার টাকা। এক ব্যক্তি বলেন, ‘কিছু কম নেওয়া যায় না?’ ওই ব্যক্তি জবাব দেন, ‘কম হবে না। টাকা না দিলে রসিদ পাবেন না, আর রসিদ না পেলে দলিল পাবেন না। তা ছাড়া স্যার আমাদের কাছে পরে হিসাব চাইবেন।’

এসময়ে এক ব্যক্তি এক সাংসদের পরিচয় দিলে তার কাছ থেকে দেড় হাজার টাকা নেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, দলিলের নকলের জন্য সরকার-নির্ধারিত ‘ফি’ ৪৪৬ টাকা। জমি হস্তান্তরের জন্যও নকলের ফি বাবদ ২-৩ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

এক ব্যক্তি আগেই রেজিস্ট্রি করেছেন। প্রতিবেদককে তিনি বলেন, আফতাজুলের কাছে ছয় মাস আগে তিনি ২৭০০ টাকা দিয়েই তার রেজিস্ট্রির নকল দলিল তুলেছেন। এবারও ২৫০০ টাকা খরচ হয়েছে। তিনি নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, নইলে মূল দলিল পেতে সমস্যায় পড়তে পারেন।

অভিযোগ রয়েছে রেকর্ডরুম থেকে ভলিউম গায়েবের মূলহোতা রেকর্ড কিপার আফতাজুল ইসলাম৷ নাম প্রকাশ না করার শর্তে এক নকলনবিশ বলেন, প্রায় ৩ বছর আগে একজন মহরিলকে নিয়ে রেকর্ডরুমে সার্চ করতে যায়। পরে সেখানকার ভলিউম চুরির অভিযোগ পুলিশ দিয়ে আটক করা হয়। এসময় আরেকজনকে ৫০ হাজার ও আমাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অথচ সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তা পরীক্ষা না করে ও প্রমাণ করেই জোরপূর্বক আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে এমনটা করা হয়। দায়িত্বে থাকলেও সেসময় রেকর্ড কিপার আফতাজুল ইসলাম কোন বক্তব্য দেননি।

অনুসন্ধানে জানা যায়, ২০১৮ সালে সদর সাব-রেজিস্টারের কার্যালয় থেকে ৪১৫ নম্বর ভলিউমটি হারিয়ে যায়। জানা যায়, রেকর্ড কিপারের দায়িত্বে থাকা আফতাজুল ইসলাম এই ভলিউম হারানোর মুলহোতা। তিনিই অসাধু উপায়ে এটি রেকর্ড রুম থেকে সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্টার রেজিস্টার আফসানা বেগম বলেন, ‘এ ধরনের কোনো বিষয় আমার জানা নেই।’ তিনি আড়াই হাজার টাকার হিসাব চাইবেন, কার্যালয়ের লোকেরা এ রকম বলেছেন—এ কথা বললে তিনি বলেন, ‘এ রকম হতেই পারে না।’

হুবহু নকলের কপি নিতে সরকারি ফি ৪৪৬ টাকার স্থলে আড়াই হাজার টাকা দিতে হয়—এ কথা বলার পর তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, প্রমাণ পেলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ভলিউম গায়েবের বিষয়ে তিনি বলেন, এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার