Top
সর্বশেষ

স্কুল ব্যাংকিংয়ে এক মাসেই আমানত কমেছে আড়াই কোটি টাকা

২৭ মে, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ
স্কুল ব্যাংকিংয়ে এক মাসেই আমানত কমেছে আড়াই কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক :

ব্যাংকিং সেবা সর্ম্পকে শিক্ষার্থীদের ধারণা দিতে এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে স্কুল ব্যাংকিং চালু হয়। এতে শিক্ষার্থীরা স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে, বৃত্তি বা আত্মীয় স্বজনের দেওয়া উপহারের টাকা সেখানে জমা রাখে। কিন্তু দেশে চলমান আর্থিক টানা পোড়নের মাঝে শিক্ষার্থীদের সঞ্চয়েও ভাটা পড়েছে। এক মাসের ব্যবধানে স্কুল ব্যাংকিংয়ে আমানত কমেছে আড়াই কোটি টাকারও বেশি।

স্কুল ব্যাংকিং সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন ও পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন পর্যালোচনা করে এমন চিত্র মিলছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্কুল শিক্ষার্থীদের আমানতের পরিমাণ ছিল ২ হাজার ২২২ কোটি ৯৮ লাখ টাকা। মার্চ মাসে এসে সেই আমানত কমে দাঁড়িয়েছে ২ হাজার ২২০ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকায়। এক মাসের ব্যবধানে শিশুদের সঞ্চয় কমেছে ২ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা বা দশমিক ১২ শতাংশ। শিশুদের অ্যাকাউন্ট বাড়লেও অ্যাকাউন্টের বিপরীতেও আমানত কমে গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতিতে যখন জীবনযাত্রার ব্যয় বাড়ে, তখন শিশুদের টিভিন ও উপহারে টান পড়ে। টান পড়ে শিশুদের ভবিষ্যৎ সঞ্চয়ের ইচ্ছেতেও। মার্চ মাসে এমনই টান পড়েছে শিশুদের অ্যাকাউন্টে। এতে কমেছে সঞ্চয়ের পরিমাণ।

পরিসংখ্যান বলছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৯ দশমিক ৩৩ শতাংশ মূল্যস্ফীতি ছিল মার্চ মাসে। আগের মাস ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭৮ শতাংশ। জীবনযাত্রার প্রকৃত খরচ আরও বেশি। ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার এই ক্ষত শিশুদের সঞ্চয়েও পড়েছে। কমে গেছে শিশুদের আমানত। ক্ষেত্রবিশেষে কেউ কেউ আগের আমানত তুলেও নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত কয়েক মাস ধরেই ধারাবাহিকভাবে ব্যাংকে শিশুদের সঞ্চয় কমেছে। গেল ডিসেম্বর মাসে শিশুদের আমানত ছিল ২ হাজার ২৫৪ কোটি ৬০ লাখ টাকা। জানুয়ারিতে তা কমে দাঁড়ায় ২ হাজার ২২৬ কোটি ২০ লাখ টাকায়। মার্চে এসে এ কমে যাওয়ার হার অব্যাহত থাকে।

কোভিড-১৯ এর ধকল সামাল দিয়ে উঠতেই নতুন করে আরেক দুর্যোগ শুরু হয়, রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ। বেড়ে যায় বৈশ্বিক মূল্যস্ফীতি। পণ্যের সরবরাহ ব্যাহত হওয়া ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। বেড়ে যায় আমদানি ব্যয়। বাংলাদেশে এর প্রভাব প্রবলভাবে পড়ে। বেড়ে যায় জীবনযাত্রার ব্যয়।

মূল্যস্ফীতি নিয়ে সরকারি সংস্থা বিবিএসের হিসাব নিয়ে বিভিন্ন গবেষণা সংস্থার প্রশ্ন থাকলেও তাতে কিছুটা হলেও আভাস মেলে। চলতি অর্থবছরের আগস্টে সর্বোচ্চে মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৮ শতাংশ। এরপর কিছুটা কমে। মার্চে এসে আবারো বাড়ে।

বেড়েছে শিশু আমানতকারীদের ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) খোলার সংখ্যা। তথ্য বলছে, ফেব্রুয়ারির মাসের তুলনায় মার্চ মাসে ৫ শতাংশ অ্যাকাউন্ট বেড়েছে। ফেব্রুয়ারি মাসে যেখানে শিশুদের হিসাবের সংখ্যা ছিল ৩৩ লাখ ৩৩ হাজার। মার্চে এসে বেড়ে দাঁড়িয়েছে ৩৫ লাখ। বেড়েছে ১ লাখ ৭০ হাজার।

শেয়ার