Top
সর্বশেষ

সিরাজগঞ্জে গাঁজা ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৮ মে, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে গাঁজা ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর হঠাৎপাড়া গ্রামের মোঃ এরফান আলীর ছেলে মোঃ মাসুম রেজা (২৬), কুমিল্লা জেলার লাইমাই উপজেলার বাকৈল গ্রামের আব্দুল্লাহ রনির স্ত্রী মোছাঃ রোজিনা খাতুন (৩০) ও একই উপজেলার বুচ্চি গ্রামের মোঃ আবিদ আলীর ছেলে আব্দুল রব (৪৫)। র‌্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মারুফ হোসেন পিপিএম র‌্যাব-১২’র অধিনায়কের দিক নির্দেশনায় রোববার রাত সোয়া ৩ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে মাসুম রেজাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৩ কেজি ৮’শ গ্রাম গাঁজা উদ্ধারসহ ২টি মোবাইল জব্দ করা হয়।

এরপর রাত সাড়ে ৪ টার দিকে একই স্থানে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে এক নারীসহ অপর দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৭৫ পিচ ইয়াবা উদ্ধারসহ ১টি মোবাইল জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার