পাকিস্তানের রাজনীতিতে ভয়াবহ সময় পার করছে বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান। বর্তমানে বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে নিজ বাসভবনে সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন তিনি।
গুঞ্জন উঠেছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হাউস অ্যারেস্ট হচ্ছেন। তবে পাঞ্জাব কেয়াটেকার সরকারের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ইমরান খানকে গৃহবন্দী করার কোনো সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।
উল্লেখ্য, গত ০৯ মে ইমরান খানকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার করে আধা সামরিক বাহিনী রেঞ্জার্স এর সদস্যরা। এরপর পাকিস্তান জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। এই বিক্ষোভে সারাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতাকর্মীরা একজন সেনা কমান্ডারের বাসভবনে হামলা চালান। এরপর শুরু হয় ইমরান খানের দলের ওপর রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ।
এখন পর্যন্ত ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের অন্তত ১৫ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। দলের অন্তত ৩ ডজন সিনিয়র নেতা পিটিআই থেকে পদত্যাগ করেছেন।
শোনা যাচ্ছে, ইমরান খানকে বিদেশে নিরাপদ এক্সিট দেওয়া হবে। যদিও ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, ‘তিনি বিদেশে যাবেন না।’