Top
সর্বশেষ

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

২৯ মে, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের উপদ্রব বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গত রোববার সদর উপজেলার শিয়ালকোলে মেডিকেল কলেজের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এক পর্যায়ে সিরাজগঞ্জ-নলকা সড়ক অবরোধ করে তারা। পরে পুলিশ কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয়া হয়। ডা. মাহবুবা রহমান, ডা. ফাতেমা, ডা. তানভীর ও ডা. জুনায়েদসহ বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, প্রায় সার্বক্ষণিক বহিরাগতরা বেপরোয়া ভাবে মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রীদের ইভটিজিং করাসহ ক্যাম্পাসে মাদকসেবনও করছে অবাধে। মনে হচ্ছে তারা কলেজটাকে একটা টুরিস্ট স্পট বানিয়ে ফেলেছে, আলতু-ফালতু
বখাটেরা টিকটক করতে চলে আসে,গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে।

তাদের উপদ্রবে রাস্তায় বের হওয়া যায় না। পড়াশুনা করতে এসে নিজেদের ক্যাম্পাসে আমাদের কোন নিরাপত্তা নেই। এখন এমন পরিস্থিতি হয়েছে কলেজে আর পড়ালেখার কোন পরিবেশ নেই। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানিয়ে কোন কাজ হয়নি। এ ছাড়া নিরাপত্তাকর্মীরা সময়মত আসেও না, ঠিকমত পাহারাও দেয় না। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক সাইফুল ফেরদৌস মোহাম্মদ খায়রুল আতাতুর্ক জানান, বহিরাগতরা যখন তখন ক্যাম্পাসে ঢুকে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করে।

গত শনিবার রাতেও বহিরাগতরা মোটরসাইকেল আরোহীদের সাথে চিকিৎসকদের ক্যাম্পাসে গোলমাল হয়েছে। মেয়েরা রাতে ডিউটি করে ফেরার সময় ইভটিজিং এর শিকার হয়। পুলিশ সদস্যরা কলেজের রুমে থাকে। কলেজের নিরাপত্তাকর্মীর সংখ্যাও তুলনামূলক কম। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে দাবী করেন হাসপাতালের পরিচালক। বহিরাগতদের মেডিকেল কলেজে প্রবেশ বন্ধ ও ক্যাম্পাসের নিরাপত্তার জন্য শিক্ষার্থীরা রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে বলে স্বীকার করে সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা মানববন্ধন তুলে নেয়।

শেয়ার