বিএসটিআই এর অনুমতি না থাকায় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় জারিন এগ্রো ফুডস নামে একটি খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে।
বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইস ললি ও আইসপপ উৎপাদন করায় প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়েছে বলে বিএসটিআই রংপুর বিভাগীয় কর্যালয়ের উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত গত বুধবার সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় জনসাধারনের অভিযোগের ভিত্তিতে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক জাহিদুর রহমান, জুনায়েদ আহমেদ ও ফিল্ড অফিসার খন্দকার জামিনুর রহমান প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে সিলগালা করে দেয়।প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।