Top
সর্বশেষ

শিক্ষাখাতে ৬ হাজার ৭১৩ কোটি টাকার বাজেট বাড়ানোর প্রস্তাব

০১ জুন, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
শিক্ষাখাতে ৬ হাজার ৭১৩ কোটি টাকার বাজেট বাড়ানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক :

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে ৬ হাজার ৭১৩ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর এই প্রস্তাব করেন।

মন্ত্রীর প্রস্তাবনায় শিক্ষা খাতে ৮৮ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে বরাদ্দ ছিল ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা। সেই হিসেবে নতুন অর্থবছরে শিক্ষা খাতে ৬ হাজার ৭১৩ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়।

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে ৩৪ হাজার ৭২২ কোটি টাকা। চলতি অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা। সেই হিসেবে আগামী অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২৯৬১ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আগামী অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বরাদ্দ রাখা হয়েছে ৪২ হাজার ৮৩৮ কোটি টাকা। চলতি অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা। একই মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ১০ হাজার ৬০২ কোটি টাকা, চলতি অর্থবছরে যা ছিল ৯ হাজার ৭২৭ কোটি টাকা।

বিপি/এএস

শেয়ার