Top

ব্যক্তি মালিকানা জমিতে টি বাঁধ নির্মাণ ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন

০১ জুন, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ
ব্যক্তি মালিকানা জমিতে টি বাঁধ নির্মাণ ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুরে ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ না করে টি-বাঁধ নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরাসহ স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাগড়াকুড়া টি-বাঁধে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।

এসময় অভিযোগকারী শাহানুর আলম ফুলু সরকার, হোসেন আলী ও লুৎফর রহমান জানান, সরকারের উন্নয়ন কাজে আমরা বাঁধা দিতে চাই না। নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করবে সেটা সকলেই চায়। কিন্তু ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ না করে উন্নয়ন কাজ করায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এখানে আমাদের ৪ একর জমি টি-বাঁধে চলে গেছে। এনিয়ে আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছি না। আজ এলাকাবাসী আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা ক্ষতিপুরণ চাই।

এ ব্যাপারে কু‌ড়িগ্রাম পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকে‌ৗশলী আব্দুল্লাহ আল মামুন জানান, নিয়ম মেনেই নদীর ম‌ধ্যেই বাঁধ‌টি নির্মাণ করা হয়েছে। নদীর জ‌মি অ‌ধিগ্রহ‌ণের কোন নিয়ম নেই। উল্লেখ‌্য, ২০১৬-১৭ অর্থ বছ‌রে তিস্তা নদী বে‌ষ্টিত উপ‌জেলার গুনাইগাছ ইউনিয়‌নের নাগড়াকুড়া এলাকায় প্রায় ১০কোটি টাকা ব্যয়ে টি বাঁধ নির্মাণ করা হয়।

শেয়ার