Top
সর্বশেষ

ক্রীড়া খাতে বরাদ্দ বেড়ে ১২৮১ কোটি টাকা

০১ জুন, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ
ক্রীড়া খাতে বরাদ্দ বেড়ে ১২৮১ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক :

২০২৩-২৪ অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের জন্য মোট ১ হাজার ৩০৩ কোটির বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গত অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট এর পরিমান ছিল ১২৮১ কোটি ৬৩ লাখ টাকা। অবশ্য গত অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৬২৮ কোটি টাকা। সুতরাং, নতুন বাজেটে আগের থেকে ২৮ কোটি টাকা বেশি বরাদ্দ ধরা হয়েছে।

যুব ও ক্রীড়া ক্ষেত্র নিয়ে অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, ‘শারীরিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে ক্রীড়াজগতের উন্নয়ন প্রয়োজন। তাই আধুনিক স্টেডিয়াম, জিমনেসিয়াম, সুইমিংপুলসহ বিভিন্ন ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও সংস্কার এবং ক্রীড়া ক্লাবসমূহে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী প্রদান করা হচ্ছে।’

বাজেট উপস্থাপনের পর নিয়ম অনুযায়ী প্রস্তাবিত বাজেটের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন। এরপর আগামী ২৬ জুন প্রস্তাবিত বাজেট পাশ হবে। দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের ৫২তম বাজেট এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের ৫ম বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি ৫ম বাজেট।

শেয়ার