Top
সর্বশেষ

বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট বাড়ানো উচিত: জসিম উদ্দিন

০৩ জুন, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ
বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট বাড়ানো উচিত: জসিম উদ্দিন
বিশেষ প্রতিনিধি :

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি বাজেট দেওয়া প্রয়োজন বলে মনে করছেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। তিনি বলেন, দেশের উন্নতিতে বিদ্যুৎ-জ্বালানি খাতের পাশাপাশি কৃষি খাত, সামাজিক নিরাপত্তা এবং শিক্ষা খাতেও বাজেট আরও বাড়ানো প্রয়োজন।

শনিবার (৩ মে) চলতি অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর এফবিসিসিআইয়ের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জসিম উদ্দিন বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অবশ্যই শিল্প কারখানা চলমান রাখা উচিত। আর শিল্প কারখানা সচল রাখতে প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল। দেশের অর্থনীতির স্বার্থে পণ্য উৎপাদন অব্যাহত রাখতে বাজেটের আর্থিক বরাদ্দের সর্বোচ্চ বাজেট এই খাতে দেওয়া উচিত। পাশাপাশি সরকারের রাজস্ব আহরণে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানিতে নজর দিয়ে শিল্প উৎপাদন স্বাভাবিক রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সরকারের ব্যয় সংকোচন নীতি আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। যাতায়াত যোগাযোগ খাতে আমাদের প্রায় ৮৮ হাজার কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে। এই খাতে বাজেট কমিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যবহার করা উচিত। তাছাড়া ডিজেল-পেট্রোলের দাম সমন্বয় করে খুচরা পর্যায়েও বাজারভিত্তিক করা উচিত। সরকারি ব্যয় তদারকি করার জন্য আইএমইডি বিভাগকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

এফবিসিসিআই সভাপতি বলেন, হিমায়িত ও প্রক্রিয়াজাত মাছ আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহারের যুক্তি নেই। আমাদের মিঠা পানিতে, সাগরে এসব মাছ অহরহ পাওয়া যায়। আমরাই এখন মাছ রপ্তানি করছি, শীর্ষ মাছ উৎপাদনকারী দেশের মধ্যে আমরা একটা। এখানে আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার কেন হলো জানি না। আমাদের এসব বিষয়ের পরিবর্তে সদূরপ্রসারী চিন্তা করা উচিত।

তিনি আরও বলেন, কৃষি পণ্য আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা। আমাদের কৃষিতে বিনিয়োগ-ভর্তুকি বাড়ানো প্রয়োজন। অথচ আমাদের কৃষি খাতে এখনো অগ্রিম কর, টার্নওভার ট্যাক্স বিদ্যামন। এসব অতিরিক্ত খরচ পণ্য উৎপাদনে সর্বোচ্চ মুনাফা পেতে বাধা সৃষ্টি করে। কৃষি থেকে এসব কর প্রত্যাহার করা প্রয়োজন।

তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এনে ব্যক্তি শ্রেণির আয়করের সীমা বর্তমান ৩ লাখ টাকা থেকে বৃদ্ধি করে সাড়ে ৩ লাখ করা হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি বিবেনায় এ করমুক্ত সীমা ৪ লাখ টাকা করার জন্য আমরা প্রস্তাব করেছিলাম। বিষয়টি পুনর্বিবেচনার জন্য সুপারিশ করছি।

এফবিসিসিআই সভাপতি সংবাদ সম্মেলনে বলেন, হাতে তৈরি বিস্কুট-কেক ভ্যাট অব্যাহতি সীমা বহাল রাখা, অপটিক্যাল ফাইবার কেবল উৎপাদনে ভ্যাট অব্যাহতি, কনটেইনার আমদানিতে করভার কমিয়ে ১৫ শতাংশ, এবং বিদ্যুৎ-সাশ্রয়ী ও এলইডি বাতি উৎপাদন উপকরণে কর ছাড় দেওয়া হয়েছে। এজন্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি।

জসিম উদ্দিন বলেন, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে টেক্সটাইল, রপ্তানি খাত ও এসএমই খাতের জন্য তেমন কিছু দেখা যায়নি। আমরা টেক্সটাইল খাতের উন্নয়নে ম্যান মেড ফাইবার থেকে ভ্যাটসহ সব ধরনের কর প্রত্যাহার এবং রপ্তানির উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করার জন্য আবারও সুপারিশ করছি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে জমি ও অ্যাপার্টমেন্টের রেজিস্ট্রেশনকালে উৎসে আয়কর বৃদ্ধির কথা বলা হয়েছে। এছাড়া সিমেন্ট, পাথর, টাইলস, লিফট, সিরামিক, গ্লাস, সুইচ-সকেট, কিচেনওয়্যারসহ ১০-১২টি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে নির্মাণখাত ক্ষতিগ্রস্ত হবে। তাই জমির রেজিস্ট্রেশনকালে উৎসে আয়কর পূর্বের অবস্থায় রাখার জন্য প্রস্তাব করছি।

তিনি আরও বলেন, যথাযথ বিনিয়োগ ও শিল্পোন্নয়ন ছাড়া অর্থনৈতিক উন্নয়নের গতিধারাকে অব্যাহতে রাখা সম্ভব নয়। রাজস্ব নীতিতে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি, যাতে বিনিয়োগকারীরা আস্থার সঙ্গে বাবসা-বাণিজ্য চালিয়ে যেতে পারেন। এজন্য মুদ্রানীতি ও রাজস্ব নীতির মধ্যে সমন্বয় রাখা জরুরি বলে আমরা মনে করি। বাজেটের আকার বিবেচনায় নিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণের পরিবর্তে বাজেট বক্তৃতায় অনুচ্ছদ ২২০-এ উল্লিখিত দিকনির্দেশনা অনুসার করা সমীচীন।

এফবিসিসিআই সভাপতি বলেন, বাজেটের অনুচ্ছেদ ২২৩ এর উল্লিখিত ‘কর-জিডিপি অনুপাতের উন্নতি সাধনের ক্ষেত্রে কর অব্যাহতি অন্যতম প্রতিবন্ধকতা’ বলে উল্লেখ করা হয়েছে, যা যথাযথ নয়। প্রকৃতপক্ষে কর-জিডিপি হার টেকসই প্রবৃদ্ধির জন্য অনুচ্ছেদ ২২৫ এর উল্লিখিত জাতীয় রাজস্ব বোর্ডের বাস্তব পদক্ষেপ গ্রহণে দীর্ঘসূত্রিতা এবং শিথিলতার কারণে কর-জিডিপি প্রবৃদ্ধির হার কার্যক্রম বাড়ানাোর ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। সময়বদ্ধ কর্মপরিকল্পনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের উল্লিখিত সংস্কার কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, বাজেট বক্তব্যের ১৭৭ নম্বর অনুচ্ছেদে পর্যটন শিল্পের বিকাশে পর্যটন মহাপরিকল্পনার কথা বলা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মানসম্পন্ন আবাসিক হোটেল কর্তৃক মূলধনী যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা সংক্রান্ত এসআরও বাতিল করা হয়েছে। এধরনের সিদ্ধান্ত পর্যটন শিল্পের বিকাশে অন্তরায় হিসেবে কাজ করবে। তাই এ রেয়াতি সুবিধা পর্যটন শিল্পের বিকাশে অব্যাহত রাখার প্রস্তাব করছি।

জসিম উদ্দিন আরও বলেন, প্রস্তাবিত বাজেটে ২৪৮, ২৪৯ এবং ২৫০ নং অনুচ্ছেদে উল্লিখিত কয়েকটি পণ্যে ১৫ শতাংশ, ৫ শতাংশ, ৭.৫ শতাংশ, ২ শতাংশ হারে মূসক আরোপ করা হয়েছে, যা মূসক আইনের মৌলিক নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। পণ্য এবং সেবা খাতে মূল্য সংযোজনভিত্তিক একক ১৫ শতাংশ হারে মূসক আরাোপ করা হলে খাত নির্বিশষে সব পণ্য এবং সেবা খাত বিভিন্ন এসআরও ভিত্তিক অসম করহার এবং জটিলতা থেকে রেহাই পাবে এবং কর ব্যবস্থা সহজ ও সরল হবে।

ম্যালেরিয়া, যক্ষ্মা, ক্যানসার ও ডায়াবেটিসের ওষুধে উৎপাদন পর্যায়ে ভ্যাট ছাড় দেওয়ায় স্বাস্থ্য খাত উপকৃত হবে। স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার ও সাবান-শ্যাম্পু তৈরির কাঁচামাল আমদানিতে ভ্যাট ছাড় সুবিধা আরও এক বছর বহাল রাখার কারণে দেশীয় শিল্প উপকৃত হবে বলে জানান তিনি।

এসময় ঢাকা চেম্বার সভাপতি ব্যারিস্টার সমীর সাত্তার, এফবিসিসিআই সহ-সভাপতি আমিন হেলালী, হাবিবুল্লাহ ডন, পরিচালক দিলিপ কুমার আগরওয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিপি/আজাদ

শেয়ার