Top

প্লাস্টিকের কারণে ক্যান্সারের ঝুঁকি বাড়ছে

০৫ জুন, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ
প্লাস্টিকের কারণে ক্যান্সারের ঝুঁকি বাড়ছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

পলিথিন ৪০০ থেকে ১০০০ বছর টিকে থাকতে পারে মাটির সাথে মিশে। এটি বহু যুগের জন্য অক্ষত থাকতে পারে। অন্যদিকে, প্লাস্টিক পন্য বিভিন্ন মাধ্যমে আমাদের দেহে চলে যায়। এ থেকে প্রতিরোধ করার শক্তি নেই আমাদের দেহের। ফলে রক্তের সাথে মিশে গিয়ে হাজারো রোগ সৃষ্টি করতে পারে প্লাস্টিক। এমনকি মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত করতে পারে প্লাস্টিক পন্য। প্লাস্টিকের কারনে আগামীতে ব্যাপক ক্যান্সার ঝুঁকিতে রয়েছি আমরা।

সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। “প্লাস্টিক দূষণ সমাধানে, সামিল হই সকলে” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা আরও বলেন, আমাদের করনীয়, প্লাস্টিক পন্য সংগ্রহ করে তা পুনঃপুনঃ ব্যবহার করার। বর্তমানে বাংলাদেশে জন প্রতি ১ টন প্লাস্টিক পন্য জমা হয়ে গেছে। এগুলো খুজে বের করে আইসোলেট করতে হবে। প্লাস্টিক থেকে কিভাবে আরেকটি পন্য তৈরি করা যায়, তা ভাবতে হবে। ইটের বদলে ঢালায় রাস্তা তৈরি করতে হবে। প্লাস্টিকের উৎপাদন কমানো মুশকিল, তাই এর পুনঃব্যবহার কিভাবে করা যায় তা নিয়ে ভাবতে হবে। তা না হলে ভয়াবহ পরিস্থিতি আসবে আগামী দিনে। কারন প্লাস্টিকের কারনে ক্যান্সার আমাদের হাতছানি দিয়ে ডাকছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, বসবাসের সবুজ গ্রহ বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের। কার্বন নিঃস্বরণের পরিমান কমাতে হবে। এর কোন বিকল্প নাই। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ বিষয়। যখন প্লাস্টিক ছিল না, তখন আমাদের সমাজ থেকে ক্যান্সার দূরে দূরে থাকতো। এখন যা ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ পেতে সকলকে আরও বেশি সচেতন হতে হবে।

আলোচনা সভায় সভাপতিতৃব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ড, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলহাজ্ব আব্দুস সামাদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা। সভায় প্লাস্টিক পন্য বর্জন ও পুনঃ ব্যবহারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন বক্তারা।

শেয়ার