Top
সর্বশেষ

বিরামপুরের ৪নং দিওড় ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

০৭ জুন, ২০২৩ ১১:৪০ পূর্বাহ্ণ
বিরামপুরের ৪নং দিওড় ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। উপকার ভোগীদের মাঝে প্রতি কার্ড ধারীর জন্য ৩০কেজি(১বস্তা) করে চাল বিতরণের উদ্বোধন করেন জনকল্যাণমুখী উন্নয়নে বিশ্বাসী ডিজিটাল চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।

গত মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার ৪নং দিওড় ইউনিয়ন পরিষদ চত্বরে ৪০২ বস্তা চাল ৯ টি ওয়ার্ডের ৪০২ জন উপকারভোগীর মাঝে বিতারণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মাসুদুর রহমান, বিরামপুর উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সিনিয়র মাঠ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, ওয়ার্ড সদস্য মুক্তার হোসেন,আজগর-১, আজগর-২ এবং সদস্য রবিউল ইসলাম,১,২,৩ সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ ফেনসীআরা বেগম ৭,৮,৯ সংরক্ষিত মহিলা সদস্য মোছা:আরিফুননা বেগম।

ইউনিয়নের সকল ভাতা ভোগীর উপস্থিতিতে চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল সাংবাদিকদের বলেন, ৪০২ বস্তা চাল মোট ৯ টি ওয়ার্ডের ৪০২ জন ভিডব্লিউবি কার্ডধারীর মাঝে বিতরণ করা হয়েছে।

শেয়ার