সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা বাজার হাই স্কুলের ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে মূল্যবান কাগজপত্রসহ ব্যাপক ক্ষতি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত স্কুলের নতুন ভবনের অফিস কক্ষ থেকে গত মঙ্গলবার সন্ধ্যার দিকে ধোয়া ও আগুন দেখতে পায় স্থানীয়রা। এ সংবাদে প্রধান শিক্ষক স্কুলে আসেন এবং ওই ভবনের গেটের তালা খুলে দেন। স্থানীয়রা অফিস কক্ষে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ আগুন নিয়ন্ত্রেনে আনার আগের মূল্যবান কাগজপত্র ও একটি ফ্রিজ, একটি ফটোকপি মেশিন, দুটি আলমারিসহ বেশ কিছু আসভাবপত্র পুড়ে যায়।
এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক আলী আহম্মেদ সাংবাদিকদের বলেন, বৈদ্যুতিক শর্টসর্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।