Top
সর্বশেষ

দশ মাসে বাণিজ্য ঘাটতি ১ লাখ ৬৮ হাজার কোটি টাকা

০৮ জুন, ২০২৩ ১০:১০ অপরাহ্ণ
দশ মাসে বাণিজ্য ঘাটতি ১ লাখ ৬৮ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক :

দেশে যে পরিমাণ পণ্য আমদানি করা হচ্ছে, সেই পরিমাণ রপ্তানি করা সম্ভব হচ্ছে না। উল্টো ইতিবাচক হয়ে উঠা রপ্তানি আয়ে গত দুই মাসে ভাটা পড়েছে। এতে বেড়েই চলেছে বাণিজ্য ঘাটতি। চলতি অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) ৫ হাজার ৮৭৮ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। বিপরীতে দেশ থেকে রপ্তানি হয়েছে ৪ হাজার ৯৭ কোটি ডলারের পণ্য। ফলে ১ হাজার ৫৭৩ কোটি ডলারের বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। দেশীয় মুদ্রায় (১ ডলার সমান ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ১ লাখ ৬৮ হাজার ৩১১ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত বৈদেশিক লেনদেনে চলতি হিসাবের ভারসাম্য-সংক্রান্ত হালনাগাদকৃত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বৈশ্বিক চলমান সংঘাতে বিশ্বজুড়ে দেখা দিয়েছে উচ্চ মূল্যস্ফীতি। সেরা অর্থনীতির দেশ হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত একই ধকলে ধুঁকছে। এতে নিত্যকার খরচে অতিরিক্ত অর্থ বহন করায় সীমিত হয়ে আসছে মানুষের ক্রয়ক্ষমতা। ফলে মানুষ চাইলেও আগের মতো ইচ্ছাস্বাধীন কেনাকাটা করতে পারছে না। এদিকে, বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে ইউরোপীয় ইউনিয়ন থেকে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ মূল্যস্ফীতি দেখা দেওয়ায় এই অঞ্চলেও কমেছে মানুষের ক্রয়ক্ষমতা। এতে বাংলাদেশের রপ্তানি আয়ে পরপর দুই মাস ভাটার দেখা মিলেছে। বৈশ্বিকে এই মন্দা না কাটলে দেশের রপ্তানি আয় আরও কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল মাস শেষে দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়ে এক হাজার ৫৭৩ কোটি ডলারে নেমে এসেছে। ২০২২ সালের একই সময়ে যার পরিমাণ ছিল দুই হাজার ৭৬৯ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এই ঘাটতি কমেছে ৪৩ দশমিক ১৯ শতাংশ।

তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে চলতি হিসাবের লেনদেন ভারসাম্যের ঘাটতিও কমে ৩৭৭ কোটি ডলারে এসেছে। গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ে যা ছিল এক হাজার ৫৪৯ কোটি ডলার। এ হিসাবে কমেছে এক হাজার ১৭২ কোটি ডলার।

এদিকে চলতি অর্থবছরের গত ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে এক হাজার ৫৭৩ কোটি ডলার। এক বছর আগে গত মার্চে যেখানে ঘাটতি ছিল ২ হাজার ৭৬৯ কোটি ডলার। এ হিসাবে ঘাটতি কমেছে এক হাজার ১৯৬ কোটি ডলার (১০.৯৬ বিলিয়ন) ডলার, শতকারা হিসেবে কমেছে ৪৩ দশমিক ১৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের গত ১০ মাসে আমদানি বাবদ ব্যয় হয়েছে পাঁচ হাজার ৮৭৮ কোটি ডলার, যা গত ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় ১৪ দশমিক ৪০ শতাংশ কম। গত অর্থবছরের আলোচিত সময়ে আমদানি খাতে ব্যয় ছিল ৬ হাজার ৮৬৭ কোটি ডলার।

এছাড়া মার্চ পর্যন্ত আমদানি ব্যয় ছিল ৫ হাজার ৩৯৪ কোটি ডলার। এ হিসাবে এক মাসের ব্যবধানে আমদানি ব্যয় বেড়েছে ৪৭৩ কোটি ডলার।

চলতি অর্থবছরের গত ১০ মাসে রপ্তানি খাতে আয় হয়েছে চার হাজার ৯৭ কোটি ডলারের, যা গত অর্থবছরের আলোচিত সময়ের চেয়ে ৫ দশমিক ০৬ শতাংশ বেশি। গত ২০২১-২২ অর্থবছরের ১০ মাসে রপ্তানি থেকে আয় এসেছিল ৩ হাজার ৯৩১ কোটি ডলার।

রেকর্ড ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি এবং ১৮ দশমিক ৬৯ বিলিয়ন ডলারের বৈদেশিক লেনদেনের চলতি হিসাব ভারসাম্যে ঘাটতি নিয়ে শুরু হয়েছিল চলতি অর্থবছর। এরপর নানা মুখী উদ্যোগে বাণিজ্য ঘাটতি কমে আসার প্রভাবে এসময়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের ঘাটতিও উল্লেখযোগ্য পরিমাণ কমেছে। চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা মানে নিয়মিত লেনদেনে কোনো ঋণ করতে হয় না দেশকে। আর ঘাটতি থাকলে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ আমদানিনির্ভর দেশ হওয়ায় নিয়মিত বাণিজ্য ঘাটতিতে ভুগে। তবে মাঝেমধ্যে পরিমিত বাণিজ্য ঘাটতির বিপরীতে রেমিট্যান্স এবং রপ্তানি আয় বৃদ্ধিতে কিছুটা উদ্বৃত্ত দেখা যায়। চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা মানে নিয়মিত লেনদেনে কোনো ঋণ করতে হয় না দেশকে। আর ঘাটতি থাকলে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়। সে হিসাবে উন্নয়নশীল দেশের জন্য চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা ভালো। কিন্তু এ বছর রপ্তানি আয়ের পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আয়ও কমেছে। ফলে চলতি হিসাবের বাণিজ্য ঘাটতি পৌঁছেছে বড় অঙ্কে। যা কোন দেশের অর্থনীতির জন্য ভালো লক্ষণ নয়।

এদিকে গত এপ্রিল শেষে সামগ্রিক লেনদেনের (ওভার অল ব্যালেন্স) ঘাটতি দেখা দিয়েছে ৮৪০ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৫২৯ কোটি ৭০ লাখ ডলার। গত ২০২১-২০২২ অর্থবছরের এপ্রিলে ঘাটতির এ পরিমাণ ছিল ৮১৬ কোটি ৬০ লাখ ডলার কম।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ায় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেও ঘাটতি দেখা দিয়েছে; এপ্রিল শেষে যা দাঁড়িয়েছে ২১৬ কোটি ডলার। ২০২১-২২ অর্থবছরের মার্চে এ হিসাবে উদ্বৃত্ত ছিল ১১ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। গত মার্চে এ হিসাবে ঘাটতি ছিল ২২১ কোটি ডলার।

শেয়ার