নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁকে এ পদে নিয়োগে দিয়েছেন। এ বিষয়ে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্নসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ^বিদ্যালয়, নওগাঁ আইন, ২০২৩-এর ১০(১) ধারা অনুসারে উপাচার্য পদে আবুল কালাম আজাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমান বেতনভাতাদি প্রাপ্য হবেন। তবে বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি যেকোনো সময় তাঁর এ নিয়োগ বাতিল করতে পারবেন। অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি আমাকে নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় অন্যরকম এক ভালো লাগার অনুভূতি কাজ করছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি,হওয়ায় অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ ও অবকাঠামো নির্মাণের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। খুব শীঘ্রই উপাচার্য হিসেবে যোগদান করব।’ তাঁর গ্রামের বাড়ি নওগাঁ শহরের চকএনায়েত মহল্লায় বলে জানা গেছে। ফলে নওগাঁ জেলায় আনন্দের জোয়ার বইছে। তাই প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শুভেচ্ছা জানানো হচ্ছে।
২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগে নওগাঁয় একটি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সেখানে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর চার বছর পর ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি নওগাঁয় বঙ্গবন্ধুর নামে একটি বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়া অনুমোদন প্রদান করে মন্ত্রিসভা। গত ৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল-২০২৩ সংসদে পাস হয়। তবে নওগাঁয় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য এখনও কোনো স্থান নির্বাচন করা হয়নি।
এদিকে বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান এখনো নির্বাচন না হলেও উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন নওগাঁবাসী। কোথায় হবে বিশ্ববিদ্যালয়টি তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। তবে সকলের দাবি যোগাযোগ ব্যবস্থা ভালো, সকল সুবিধা যেন পায় এমন স্থানেই হোক বিশ্ববিদ্যালয়টি। এমটিই আশা নওগাঁবাসীর।