রংপুর বিভাগের আট জেলায় বৃষ্টিপাত কমায় তাপমাত্র বেড়ে যাওয়ায় খরার প্রবনতা বাড়ছে । এর ফলে পানির স্তর নীচে নেমে যাচ্ছে। দেশে বর্তমানে প্রায় ৬০ লাখ গভীর –অগভীরসহ বিভিন্ন ধরনের নলকূপ ব্যবহার হচ্ছে । এর মধ্যে শুকনো মৌসুমে অন্তত ১৫ লাখ নলকূপ অকেজো থাকে। যার অন্যতম কারন পানির স্তর নেমে যাওয়া।
রংপুর বিভাগের আট জেলায় সেচে ব্যবহার হচ্ছে ৪ লাখেরও বেশি গভীর-অগভীর নলকূপ। আর এসব নলকূপ দিয়ে প্রতি দিন পানি তোলা হচ্ছে ১শ ১৫ কোটি লিটার। যার ৮০ শতাংশ আসছে ভূগর্ভস্থ উৎস থেকে আর বাকিটা মাটির উপরের উৎস থেকে । উত্তোলন করা এসব পানির ৯০ শতাংশ ব্যবহার করা হয় চাষাবাদে ৬ শতাংশ শিল্পখাতে আর ৪ শতাংশ পান করা ও গৃহস্থালির কাজে ব্যবহার করা হয়। কৃষিসহ বিভিন্ন কাজে নিয়মনীতির তোয়াক্কা না করেই গভীর অগভীর নলকূপের ব্যবহার এবং প্রাকৃতিক উৎসগুলো নষ্ট হয়ে যাওয়াও এর অন্যতম কারন বলছেন কৃষি বিজ্ঞানীরা। তারা জানান, পানির স্থর নেমে গেলে এর সব থেকে বড় প্রভাব পড়বে কৃষিখাতে। এবং একই সাথে বাড়বে উৎপাদন ব্যায়ও। কৃষিকে টিকিয়ে রাখতে এবং জলবায়ু পরিবর্তনের ঝুকি কমাতে গবেষনায় বিশেষ বরাদ্দরা খতে হবে ।
আইন অনুযায়ী সেচের জন্য দুইটি গভীর নলকূপের মধ্যে দূরত্ব থাকতে হবে ২৫০০ ফুট,একটি গভীর নলকূপ ও অগভীর নলকূপের মধ্যে ১৭০০ ফুট আর দুইটি অগভীর নলকূপের মধ্যে অবশ্যই দুরত্ব থাকতে হবে ৮০০ ফুট। তবে মাঠ পর্যায়ে তদারকি না থাকায় এসব নিয়ম কেউই মানছেন না। উন্নত বিশ্বে এক কেজি ধান উৎপাদনে যেখানে পানি ব্যবহার করা হয় ৮০০ লিটার সেখানে বাংলাদেশের কৃষকরা ব্যবহার করছেন ৩ হাজার লিটার। এর ফলে চাপ বাড়ছে ভূগর্ভস্থ পানির ওপর। রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মার্চ, এপ্রিল ও মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ১৯ শতাংশ। তবে গেল কয়েক বছর ধরে ৪০ শতাংশ বৃষ্টিপাত কমেছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্বাভাবিক বৃষ্টিপাত ৭১ শতাংশ । কমেছে প্রায় ১৫ শতাংশ বৃষ্টিপাত । বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের তত্ববধায় কপ্রকৌশলী (সেচ), শহীদুল আলম বলেছেন, পানির স্তর স্বাভাবিক রাখতেই তিমধ্যে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি। এর মধ্যে গত বছরের জুন মাসে একটি প্রকল্প শেষ হয়েছে। এই প্রকল্পের মধ্যে রয়েছে খাল খনন করা। সেচ নালাগুলো সংস্কার করা। এতে করে পানির উৎস পাওয়া যাবে।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ওবায়দুর রহমান মন্ডল জানান, ধান চাষ পদ্ধতিতে কৃষকেরা অনেকটা পিছিয়ে ছিলো। সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অলটারনেট ওয়েট এন্ড ড্রাই পদ্ধতিতে কৃষকদের ধান চাষে পানি ব্যবহারে উৎসাহ দিচ্ছে।