সপ্তাহের ব্যবধানে বাজারের বেশিরভাগ পণ্যের দামই রয়েছে অপরিবর্তিত। কমেছে কাঁচা সবজির দাম। তবে চোখে পড়ার মতো দাম বেড়েছে মুরগির।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজধানীর নতুন বাজার এলাকার ‘নূরের চালা বাজার’ ঘুরে দেখা যায়, সব পণ্যের দাম মোটামুটি গত সপ্তাহের মতোই আছে। তবে চালের দাম বস্তায় কমেছে ৫০ টাকা। রশিদের মিনিকেট চালের বস্তা বিক্রি হচ্ছে ৩ হাজার ১০০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৩১৫০ টাকা। এছাড়া সয়াবিন তেলের লিটার ১৪০ টাকা এবং ৫ লিটারের বোতল ৬৮৫ টাকা, আটাশ চালের কেজি ৫০ টাকা, দেশি মসুরের ডাল ১১০ ও ইন্ডিয়ান ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে দেখা যায়, কাঁচা সবজির দাম কমেছে। সবজি বিক্রেতা প্রাণজিৎ বিশ্বাস জানান, বাজারে আলু ১৫-২০, খিরা ৩০-৩৫, শসা ৫০ টাকা, গাজর ২৫-৩০, শালগম ২০, মটরশুঁটি ৫০, শিম ২৫-৩০, করোলা ৪০, মুলা ১৫, চিচিঙ্গা ৪০ টাকা এবং টমেটো ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লেবু ৫০-৬০ টাকা হালি, ফুলকপি ও ব্রাকলি ২০ টাকা পিস, বাঁধাকপি ও লাউ ৩০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে।
এ সপ্তাহে চাড়া হয়েছে মাংসের বাজার। মুরগি বিক্রেতা সামিউল বলেন, মুরগির বাজার খুব চড়া। গত সপ্তাহে পাকিস্তানি কক মুরগি ২০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। এ সপ্তাহের দাম ৩০০ টাকা কেজি। বয়লার মুরগি গত সপ্তাহে ১২০ টাকা ছিল, এই সপ্তাহে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কবুতর বাচ্চা ১২০-১৩০ টাকা পিস। এছাড়া গরুর মাংস গত সপ্তাহে ৫৬০ টাকা বিক্রি করলেও এ সপ্তাহের সেটি ৬৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আজকের বাজারে তথ্যমতে, আইড় মাছ ৭০০, শিং মাছ ৫৫০, রুই মাছ ২২০-২৫০, সিলভারকার্প ১৬০, তেলাপিয়া ১১০ এবং পাঙ্গাশ ৯০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।