Top
সর্বশেষ

পুলিশ অভিযানে রংপুর জেলায় গ্রেফতার ২৫ জন মাদকদ্রব‌্য উদ্ধার

১২ জুন, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ
পুলিশ অভিযানে রংপুর জেলায় গ্রেফতার ২৫ জন মাদকদ্রব‌্য উদ্ধার
রংপুর প্রতিনিধি :

গত ২৪ ঘন্টায় রংপুর জেলা পুলিশের মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানে মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রংপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় উদ্ধার করা হয়েছে তিনটি চোরাই গরু ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। গ্রেফতারকৃতদের মধ্যে কোতয়ালী থানার পুলিশ দুই জন, গংগাচড়া থানার পুলিশ তিন জন, তারাগঞ্জ থানার পুলিশ এক জন, বদরগঞ্জ থানার পুলিশ দুই জন, মিঠাপুকুর থানার পুলিশ সাত জন, পীরগঞ্জ থানার সাত জন, পীরগাছা থানার পুলিশ এক জন ও কাউনিয়া থানার পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি দশ জন মাদকদ্রব‌্য ও অন্যান্য মামলায় পনের জনকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার