Top

ব্যাংকিং খাতে সরকারের রেকর্ড ঋণ

১২ জুন, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ
ব্যাংকিং খাতে সরকারের রেকর্ড ঋণ
নিজস্ব প্রতিবেদক :

বাজেটের ঘাটতি পূরণে প্রতিবছর ব্যাংক এবং ব্যাংকবহির্ভূত আর্থিক খাত থেকে ঋণ নিয়ে থাকে সরকার। কিন্তু ব্যাংকবহির্ভূত খাত থেকে ঋণ নেওয়া জাতীয় সঞ্চয়পত্র ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্যু করা ট্রেজারি বিল, বন্ডের চড়া সুদে সরকারকে আদতে লোকসানই গুনতে হয়। ফলে নন-ব্যাংকিং খাত ছেড়ে ব্যাংকিং চ্যানেলে বেশি ঝুঁকছে সরকার। আবার বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার কিনতে বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা জমা রাখে। এতে কিছু ব্যাংক থেকে অতিরিক্ত টাকা চলে আসায় সেখানে দেখা দিয়েছে তারল্য সংকট। এদিকে বাংলাদেশ ব্যাংকের কাছে অতিরিক্ত টাকা জমা হওয়ায় এখানে আইডল মানির (অবিনিয়োগকৃত টাকা) হার বেড়ে যাচ্ছে। ফলে সরকারের ঋণের সিংহভাগ জোগান দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি কিছু বাণিজ্যিক ব্যাংক থেকেও ঋণ নিচ্ছে সরকার।

গত মে পর্যন্ত সরকার ব্যাংকিং ব্যবস্থা থেকে নিট ঋণ নিয়েছে ৯২ হাজার কোটি টাকা। যা অতীতের যে কোনো অর্থবছরের হিসাবে সর্বোচ্চ। তবে এই ঋণের সিংহভাগ জোগান দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও গত মে মাসে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ না নিয়ে ২ হাজার কোটির টাকার বেশি পরিশোধ করেছে সরকার। তাতে চলতি অর্থবছরের ১১ মাসে বাংলাদেশ ব্যাংকের কাছে সরকারের ঋণ দাঁড়িয়েছে ৭১ হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, নিয়মের কড়াকড়ি ও উচ্চ মূল্যস্ফীতির কারণে সঞ্চয়পত্র বিক্রি নেতিবাচক ধারায় নেমে এসেছে। বৈদেশিক ঋণ ছাড়েও তেমন গতি নেই। সরকারের রাজস্ব আদায়েও চলছে ধীরগতি। এমন বাস্তবতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নসহ বিভিন্ন ব্যয় মেটাতে বাধ্য হয়ে ব্যাংক ব্যবস্থা থেকে ঢালাওভাবে ঋণ নিচ্ছে সরকার। তবে এবার বাংকঋণের সিংহভাগের জোগান দিতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে। কারণ তারল্যে টান পড়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারকে ঋণ দিতে অনাগ্রহ দেখাচ্ছে।

ব্যাংকাররা বলছেন, গত বছর থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে নানান অনিয়মে তারল্য সংকট দেখা দেওয়ায় সরকার ঋণ পায়নি। তাই বাধ্য হয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়েছে। চাহিদা মেটাতে চলতি অর্থবছরের শুরুতে নতুন টাকা ছাপিয়ে ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ যত বাড়বে মূল্যস্ফীতি তত বৃদ্ধি পাবে। কারণ কেন্দ্রীয় ব্যাংক এসব ঋণের অর্থ ছাপিয়ে দেয়। এতে মুদ্রা সরবরাহ বেড়ে তা মূল্যস্ফীতির ওপর সরাসরি প্রভাব ফেলে। তাতে নানান নিয়মে মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণের মাত্রায় আনা গেলেও বাজারে নতুন অর্থ সরবরাহে মূল্যস্ফীতির ব্যাপারটা উসকে দেয়।

এদিকে গত মে মাসে ১৩৪ মাস বা ১১ বছর দুই মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। গত মাসে সার্বিকভাবে গড় মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গত সোমবার মে মাসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। গত এপ্রিলেও মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। এর আগে ২০১২ সালের মার্চে ১০ দশমিক ১০ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। এরপর আর কখনও মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে যায়নি। ওই বছরের পরের মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৩ শতাংশে নেমে আসে।

চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা। তবে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এর পরিমাণ বেড়ে এক লাখ ১৫ হাজার ৪২৫ কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, গত ৩১ মে শেষে সরকারের ব্যাংক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৬০১ কোটি টাকায়। গত ৩০ জুনে যা ছিল ২ লাখ ৭০ হাজার ১৮৫ কোটি ৫৬ লাখ টাকা। ফলে চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে নিট ঋণ নিয়েছে প্রায় ৯২ হাজার ২৮৮ কোটি টাকা।

এ সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকার ঋণ নিয়েছে মাত্র ২০ হাজার ৬৭৮ কোটি টাকা। যদিও গত মার্চ পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকার কোনো ঋণই নিতে পারেনি। উল্টো আগের নেয়া ঋণ পরিশোধ করে আসছিল। একই সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার রেকর্ড ৭১ হাজার ৬১০ কোটি টাকার ঋণ নিয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৬০৩ কোটি টাকায়।

প্রতিবেদনে আরও দেখা যায়, গত অর্থবছরের একই সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার নিট ঋণ নিয়েছিল মাত্র ৩২ হাজার ৫১৫ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে নিয়েছিল ২ হাজার ১৪৬ কোটি টাকা। আর বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিয়েছিল ৩০ হাজার ৩৬৮ কোটি টাকা। এছাড়া গত অর্থবছরের পুরো সময়ে সরকারের নিট ঋণ নেয়ার পরিমাণ ছিল ৭২ হাজার ৭৫০ কোটি টাকা। এটি তার আগের তিন অর্থবছরের মধ্যে সর্বোচ্চ ছিল। তবে এবার সেই রেকর্ডও ভাঙল সরকার।

কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার সাথে মূল্যস্ফীতি বৃদ্ধির ব্যাপারটা জানেন বাংলাদেশ ব্যাংকের কর্তারা। তবুও সরকারের চাহিদার কাছে অসহায় আত্মসমর্পণ করে এক উর্ধ্বতন কমকর্তা বলেন, সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ চাইলে আসলে আমরা মানা করতে পারি না। মূল্যস্ফীতি বৃদ্ধির ব্যাপারটা জেনেও আমাদের সরকারকে ঋণ দিতে হয়।

তবে তিনি টাকা ছাপানোর ব্যাপার অস্বীকার করে বলেন, সরকারকে ঋণ দিতে অতিরিক্ত টাকা ছাপাতে হচ্ছে না। বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকের কাছে ডলার বিক্রির টাকা দিয়েই সরকারের ঋণের চাহিদা মেটানো হচ্ছে।

উল্লেখ্য যে, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারের এক লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকার ব্যাংকঋণ নেবে বলে লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

শেয়ার