Top
সর্বশেষ

ভারতের বিজনেস কনক্লেভে ঢাকা চেম্বারের যোগদান

১২ জুন, ২০২৩ ৮:৫২ অপরাহ্ণ
ভারতের বিজনেস কনক্লেভে ঢাকা চেম্বারের যোগদান
নিজস্ব প্রতিবেদক :

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্ডিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইসিসি) এ বিজনেস কনক্লেভের আয়োজন করছে। এতে যোগদানের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তারের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল আজ সোমবার ঢাকা ত্যাগ করেছে। আগামী ১৩-১৫ জুন পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিমসটেক বিজনেস কনক্লেভ’।

বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন) অঞ্চলের দেশগুলোতে প্রায় ১.৬৭ বিলিয়ন লোকের বসবাস এবং দেশগুলোর মোট জিডিপির পরিমাণ ২.৮৮ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা কিনা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়।

ভৌগোলিক অবস্থানের নৈকট্য ও সংস্কৃতির সাদৃশ্য থাকা সত্ত্বেও এ অঞ্চলে আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ আশানুরূপ সম্প্রসারিত হয়নি। বিমসটেক অঞ্চলের দেশসগুলোর মধ্যকার আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগকে ত্বরান্বিত করার পাশাপাশি সদস্যভুক্ত দেশগুলোর অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধিতে একটি কার্যকর ভ্যালু চেইন প্রক্রিয়ার উন্নয়নে একটি কার্যকর রূপরেখা প্রণয়নে বিজনেস কনক্লেভে গুরুত্বারোপ করা হবে।

তিন দিনব্যাপী আয়োজিত এ বিজনেস কনক্লেভের উদ্বোধনী সেশনে ‘বঙ্গোপসাগর অঞ্চলের দেশসমূহের টেকসই অর্থনৈতিক উন্নয়ন: বিমসটেকের ২৫ বছর পূর্তি’র ওপর আলোকপাত করা হবে। এছাড়াও বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, অবকাঠামো, লজিস্টিক ও যোগাযোগ, স্বাস্থ্যসেবা, টেকসই পর্যটন, নারী উদ্যোক্তা উন্নয়ন, টেক্সটাইল ও তৈরি পোশাক, ব্যাংকিং ও ফিন্যান্স, ডিজিটাল কানেকটিভিটি, স্টার্ট-আপ, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক বাণিজ্য সহযোগিতা প্রভৃতি বিষয়ের ওপর বেশ কয়েকটি প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হবে।

ঢাকা চেম্বারের প্রতিনিধিদলের সদস্যরা উক্ত কনক্লেভের বিষয়ভিত্তিক সেশনসমূহ, বিটুবি ম্যাচ-মেকিং এবং এক্সিবিশনে অংশগ্রহণ করবেন, যার মাধ্যমে ক্রস বর্ডার বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হওয়া সম্ভাবনা রয়েছে।

শেয়ার