মিয়ানমারের স্বৈরশাসনবিরোধী বিক্ষোভে প্রথম কারো প্রাণহানি হয়েছে। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক নারী মারা গেছেন বলে অনলাইন প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
মিয়ানমার এর আগেও প্রায় অর্ধশতক সেনা শাসনে ছিল। তবে সেসময়কার বিক্ষোভগুলোতে নিয়মিত রক্তপাতের ঘটনা ঘটলেও এবার তেমনটা দেখা যাচ্ছিল না। অবশেষে মিয়ে থেওয়ে থেওয়ে খাইং নামে বিশ বছরের এক তরুণীর মৃত্যু হলো।
জান্তাবিরোধী বিক্ষোভ দমনে গত সপ্তাহে মিয়ানমারের পুলিশ সরাসরি গুলি, জল কামান ও রাবার বুলেট ব্যবহার করলে থেওয়ে খাইং নামের ওই তরুণী গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত জীবনযুদ্ধে তিনি হেরে গেলেন।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, থেওয়ে খাইংয়ের মাথায় সরাসরি গুলি আঘাত করেছিল।
রাজধানী নেপিদোর যে হাসপাতালে থেওয়ে খাইং চিকিৎসাধীন ছিলেন সেই হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টায় তার মৃত্যুর কথা নিশ্চিত করে।
একজন চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা ন্যায়বিচারের সন্ধান করব ও এগিয়ে যাব।’ তিনি আরও বলেন, থেওয়ে খাইংকে নিবিড় পরিচর্যা ইউনিটে নিয়ে যাওয়ার পর থেকে হাসপাতালের কর্মীরা প্রচণ্ড চাপের মুখোমুখি হয়েছিলেন।
তার শেষকৃত্য কমিটির এক সদস্য বিবিসিকে জানিয়েছেন, থেওয়ে খাইংয়ের শেষকৃত্যের আয়োজন করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদমাধ্যমকে জানানো হবে।
নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক বাহিনীর ক্ষমতা দখল ও নির্বাচিত নেতা অং সান সু চিসহ রাজনীতিকদের গ্রেপ্তারের প্রতিবাদে মিয়ানমারজুড়ে বিক্ষোভ অব্যাহত আছে।