সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ কাঠেরপুল চৌরাস্তায় ইসলামী ব্যাংকের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- ১২’র সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো-দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মংলাপাড়া গ্রামের মোঃ আব্দুল করিমের স্ত্রী মোছাঃ পারুল (৫৩) ও একই উপজেলার খাসুরিয়া গ্রামের মোঃ আব্দুস সাত্তারের স্ত্রী মোছাঃ আমেনা খাতুন (৫১)। র্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মারুফ হোসেন পিপিএম র্যাব-১২’র অধিনায়কের দিক নির্দেশনায় মঙ্গলবার ভোররাত পৌণে ৪ টার দিকে উল্লেখিত স্থানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে নেশাজাতীয় ৯৭৮ পিচ উদ্ধারসহ একটি মোবাইল জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।