Top
সর্বশেষ

রিজার্ভ থেকে ১১ মাসে ১৩ বিলিয়ন ডলার বিক্রি

১৩ জুন, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ
রিজার্ভ থেকে ১১ মাসে ১৩ বিলিয়ন ডলার বিক্রি
নিজস্ব প্রতিবেদক :

দেশে যে পরিমাণ পণ্য ও সেবা আমদানি করা হচ্ছে, সেই পরিমাণ রপ্তানি করা হচ্ছে না। ফলে আমদানি ব্যয় মেটাতে প্রতিনিয়ত খরচ করতে হচ্ছে অতিরিক্ত ডলার। এতে সংকটের মাঝে বাধ্য হয়ে রিজার্ভ থেকেই ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি আমদানি ব্যয় মেটাতে একাধিক বাণিজ্যিক ব্যাংকের কাছে ৭ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করা হয়েছে। এ নিয়ে চলতি অর্থবছরের ১১ মাস ১২ দিনে রিজার্ভ থেকে বিক্রি হয়েছে ১ হাজার ৩০০ কোটি বা ১৩ বিলিয়ন ডলারের বেশি। যা এক অর্থবছরের হিসাবেও অতীতের যে কোনো সময়ের বেশি। এর আগে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ৭ কোটি ৬২ লাখ ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চ থেকে দেশে ডলারের সংকট প্রকট আকার ধারণ করে। ডলারের এ সংকট কাটাতে উচ্চাভিলাষী পণ্য আমদানি নিরুৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তারপরও ডলার সংকট কাটছে না। সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন উদ্যোগের ফলে নতুন এলসি খোলা ও আমদানি দায় পরিশোধ দুই-ই কমছে। সেই সঙ্গে রপ্তানি আয়ে বেশ গতি এসেছে। তবে প্রবাসী আয়ে ধীরগতি এখনো কাটেনি। অন্যদিকে উন্নয়ন সহযোগীদের ঋণের ছাড় কমে গেছে। নতুন ঋণও সেভাবে পাওয়া যাচ্ছে না। উল্টো আগের নেওয়া ঋণ পরিশোধের চাপ বেড়েছে। আশানুরূপভাবে বাড়ছে না বিদেশি বিনিয়োগও। ফলে বাণিজ্য ঘাটতি, চলতি হিসাবের ঘাটতি ও আর্থিক হিসাবে ঘাটতি পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না।

সংশ্লিষ্টরা জানান, দেশের রপ্তানি ও রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধি রয়েছে। তবে নানা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার মাধ্যমে আমদানি কমেছে ১৪ শতাংশের বেশি। আগে নেয়া ঋণ পরিশোধের চাপ, নতুন বাণিজ্য ঋণ কমে যাওয়া এবং আশানুরূপ বিদেশি বিনিয়োগ না আসায় ডলার সংকট কাটছে না। তাই নিয়মিত রিজার্ভ থেকে ডলার সরবরাহ করতে হচ্ছে।

বিদেশের সঙ্গে সামগ্রিক লেনদেন ভারসাম্যে ঘাটতি বেড়ে চলতি অর্থবছরের গত এপ্রিল পর্যন্ত ১০ মাসে ৮৮০ কোটি ডলার হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৫২৯ কোটি ডলার। এ অবস্থায় কোনো ব্যাংক যেন আমদানি দায় পরিশোধে ব্যর্থ না হয়, সেজন্য রিজার্ভ কমলেও ডলার বিক্রি অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমে গত ৭ জুন শেষে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে। গত বছরের একই দিন যা ছিল ৪১ দশমিক ৮২ বিলিয়ন ডলার। এর আগে ২০২১ সালের আগস্টে রিজার্ভ উঠেছিল সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে।

ব্যাংকিং খাতের বিশ্লেষকরা মনে করেন, ডলার-সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের নেয়া পদক্ষেপগুলো কাজ না করায় সংকট বরং আরও গভীর হয়েছে। তবে পরিস্থিতি সামাল দেয়ার জন্য ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেয়ার পাশাপাশি একক দাম নির্ধারণের দিকে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাস ১২ দিনে মোট বিক্রি করা হয়েছে ১ হাজার ৩০৬ কোটি ৩৪ লাখ ডলার। এর মধ্যে জুলাইতে ১১৩ কোটি ৬৪ লাখ ডলার, আগস্টে ১৩৫ কোটি ৭০ লাখ ডলার, সেপ্টেম্বরে ১০৬ কোটি ৮৯ লাখ ডলার, অক্টোবরে ১৪১ কোটি ডলার, নভেম্বরে ১৩৯ কোটি ৩৫ লাখ ডলার, ডিসেম্বরে ১৪৩ কোটি ২৮ লাখ ডলার, জানুয়ারিতে ১২২ কোটি ১৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৯২ কোটি ৪২ লাখ ডলার, মার্চে ৯৭ কোটি ৯০ লাখ ডলার, এপ্রিলে ৮৫ কোটি ডলার ও মে-তে ৯০ কোটি ৯৫ লাখ ডলার এবং জুন মাসের প্রথম ছয় দিনে ৩৭ কোটি ৭০ লাখ ডলার বিক্রি করা হয়। এর আগে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ৭৬২ কোটি ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে তার আগের ২০২০-২১ অর্থবছরে কোনো ডলার বিক্রি দূরে থাক, উল্টো বাজার থেকে ৭৯৩ কোটি ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক।

আইএমএফের শর্ত অনুযায়ী ডলারের দাম বাজারভিত্তিক করতে হবে। তাই দ্রুত দর বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ১০৬ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি করছে। এছাড়া ব্যাংকগুলো বর্তমানে রেমিট্যান্সে ১০৮ টাকা ৫০ পয়সা ও রপ্তানিতে ১০৭ টাকা দিচ্ছে। এতে আমদানিতে ডলারের দরে অনেক পার্থক্য তৈরি হয়। আগামীতে এত দর থাকবে না। ডলার বেচাকেনার মধ্যে সর্বোচ্চ পার্থক্য হবে ২ শতাংশ। এটিকেই ডলারের বাজারভিত্তিক দর বলা হবে, যা আগামী মুদ্রানীতিতে ঘোষণা আসবে।

এছাড়া আইএফমএফের শর্ত অনুযায়ী নিট রিজার্ভের পতন ঠেকাতে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আকার দ্রুত কমাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ সমন্বয়ের পর ইডিএফের আকার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬ বিলিয়ন ডলারে; যা গত ডিসেম্বরে ছিল ৭ বিলিয়ন ডলার। ৬ মাসের ব্যবধানে তহবিল থেকে ২ দশমিক ৪ বিলিয়ন ডলার কমানো হয়েছে।

আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পেতে যেন সমস্যা না হয়, সে জন্য এমন ইডিএফের আকার কমাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেননা বাংলাদেশ বর্তমানে যে পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাব করে তা আইএমএফের সঙ্গে সংগতিপূর্ণ নয়। সংস্থাটির ৪৭০ কোটি ডলার ঋণের অন্যতম শর্ত রিজার্ভের হিসাব আন্তর্জাতিকভাবে সংগতিপূর্ণ হতে হবে। এ জন্য ইডিএফসহ বিভিন্ন তহবিলে জোগান দেয়া অর্থ রিজার্ভে দেখানো যাবে না। সবকিছু বাদ দিয়ে আগামী জুনে মজুতের পরিমাণ বাড়িয়ে ২৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে উন্নীত করার শর্ত রয়েছে সংস্থাটির। এছাড়া আগামী সেপ্টেম্বরে নিট রিজার্ভের পরিমাণ বাড়িয়ে ২৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার এবং ডিসেম্বরে ২৬ দশমিক ৪১ বিলিয়ন ডলারের লক্ষ্য ঠিক করে দিয়েছে আইএমএফ।

শেয়ার