Top
সর্বশেষ

৮ লাখ ৭০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

১৪ জুন, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ
৮ লাখ ৭০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক :

সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে ৮ লাখ ৭০ হাজার টন ইউরিয়া সার আমদানির সিদ্ধান্তে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জি টু জি চুক্তির মাধ্যমে এ সার কিনবে সরকার। একই প্রক্রিয়ায় সৌদি আরব থেকেও সার আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

বুধবার (১৪ জুন) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সচিব সাঈদ মাহবুব খান এসব তথ্য জানান।

অতিরিক্ত সচিব বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত থেকে জিটুজি চুক্তির আওতায় ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ৩ লাখ ৯০ হাজার টন ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া আলাদা প্রস্তাবে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে কাতার থেকে জিটুজি চুক্তির আওতায় মুনতাজাত থেকে ৪ লাখ ৮০ হাজার টন ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে সৌদি আরব থেকে জিটুজি চুক্তির আওতায় এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্ট কোম্পানির নিকট থেকে ইউরিয়া সারের আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ার