ফরিদপুরে কুমার নদ রক্ষার পরিকল্পনা হিসেবে শনিবার থেকে শুরু হচ্ছে এক মহা কর্মযজ্ঞ। ফরিদপুরের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কচুরিপানা অপসারণের মাধ্যমে এ কর্মযজ্ঞের শুরু হবে। এরপর পর্যায়ক্রমে চলবে কুমার নদের দূষণ ও দখলবিরোধী কার্যক্রম।
গত বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, শহরের মধ্যে দিয়ে প্রবাহিত কুমার নদ ফরিদপুরের প্রাণ। বাস্তবতা হলো, কুমার নদ বাঁচলে ফরিদপুর শহর বাঁচবে। কুমার নদকে রক্ষা করতে যা যা করা দরকার সবই করা হবে। এ নদী নিয়ে যতোদূর যাওয়া যায় আমরা পর্যায়ক্রমে ততোদূর যাবো।
তিনি বলেন, কচুরিপানা অপসারণের মাধ্যমে এ কাজের সূচনা হবে। এরপর নদীকে দখল ও দূষণমুক্ত করতে যা যা করা সবই করা হবে। আমরা এ কাজে সকলকে সম্পৃক্ত করতে চাই যাতে কুমার নদ রক্ষায় তাদের মাঝে একটি বার্তা পৌছে যায়। যাতে যার যার পাড়ের ময়লা অপসারণে তারা নিজে থেকে আগ্রহী হন।
জেলা প্রশাসক আরো বলেন, কচুরিপানা অপসারণের পর কুমার নদে যাতে কেউ ময়লা আবর্জনা না ফেলে সেজন্য প্রচারণা চালানো হবে। এরপর যারা নিষেধাজ্ঞা মানবেনা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নদীর পাড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে তিনি জানান, ইতোমধ্যে আমরা কিছৃ দখলদারকে উচ্ছেদ করেছি। অন্যান্যদের বিরুদ্ধেও আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা নেবো। কুমার নদের পানি প্রবাহ বাধাগ্রস্ত হয় এমন কোন বাঁধ আমরা রাখবো না। তিনি একাজে সাংবাদিকদের সহায়তার অনুরোধ জানান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবির জানান, শহরের আলিমুজ্জামান বড় ব্রিজ থেকে চরকমলাপুর ব্রিজ পর্যন্ত দশটি স্পটে নদীর উভয় পাড়ে এ কার্যক্রম চলবে। শনিবার তিনটি স্পটে হবে উদ্বোধনী আয়োজন। ফরিদপুরের সকল সরকারি দপ্তর, জেলা পরিষদ, পৌরসভার প্রতিনিধিগণ সহ শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠান, রোভারস্কাউটস, গার্লস গাইড, রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিবেন। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পৌর কাউন্সিলরগণ এলক্ষ্যে প্রম্তুতি সভা করেছেন। তিনি বলেন, কুমার নদের কচুরিপানা অপসারণের মূল কাজটি করবেন ফরিদপুরের জেলে সম্প্রদায়। প্রায় এক হাজার জেলে দুইশো নৌকায় এতে অংশ নিবেন। তারা দুইশো মাঝ নদী থেকে কচুরিপানা সরাবেন। আর স্বেচ্ছাসেবকেরা সেগুলো সুবিধাজনক স্থানে তুলে রাখবেন। এরজন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটন আলী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, সহকারী কমিশনার (গোপনীয়) মো. বদরুজ্জামান রিশাদ সহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৪ জুন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী ফরিদপুরের জেলা নদী রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমার নদের দখল ও দূষণ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রায় আড়াইশো কোটি টাকা ব্যয়ে পুনখননের পরেও কুমার নদে নাব্যতা না থাকায় পানি উন্নয়ন বোর্ডকে কুমার নদ খননের বিস্তারিত তথ্য জমা দেয়ার নির্দেশ দেন।পানি উন্নয়ন বোর্ডের সুষ্ঠু পরিকল্পনার অভাবে নদী রক্ষা না হয়ে ধ্বংস করে ফেলা হচ্ছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
উল্লেখ্য , কুমার নদ রক্ষায় জেলা প্রশাসনের এ উদ্যোগ ইতোমধ্যে সাড়া ফেলেছে শহরবাসীর মাঝে। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দখল ও দূষণমুক্ত করার জোর দাবি জানিয়েছেন।