Top
সর্বশেষ

চিলমারীতে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

১৯ জুন, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ
চিলমারীতে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ :

কুড়িগ্রামের চিলমারীতে ২০২২-২৩ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ বাজেট প্রনয়নকল্পে ‘রমনা মডেল ইউনিয়ন’ পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। সোমবার বেলা ১২ টার দিকে চিলমারী উচ্চ বিদ্যালয়ে রমনা মডেল ইউনিয়ন পরিষদের আগামী এক বছরের জন্য বাজেট প্রনয়ণ করা হয়।

রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম আশেক আঁকার সভাপতিত্বে ও ইউপি সদস্য মো. রোকনুজ্জামান স্বপনের সঞ্চালনায় বাজেট প্রনয়ণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান আজাদ জামান, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল, সঙ্গো প্রকল্পের টেকনিক্যাল অফিসার প্রতিমা রানী রায় প্রমূখ।

রমনা মডেল ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সঙ্গো (SONGO) প্রকল্পের সহযোগিতা এ সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার