Top
সর্বশেষ

মাইকে ঘোষণা দিয়ে জাবি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলা

২০ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৪৮ পূর্বাহ্ণ
মাইকে ঘোষণা দিয়ে জাবি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলা
জাবি প্রতিনিধি :

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকাবাসী। এ হামলা ও সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকের এ হামলার এক পর্যায়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। রাত ১০টা পর্যন্ত থেমে থেমে চলে সংঘর্ষ। এরপর র‍্যাব-পুলিশ গেরুয়া গ্রামে প্রবেশ করলে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়।

‘ক্রিকেট খেলাকে কেন্দ্র করে’ এ হামলা ও সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। আছেন শিক্ষক, পুলিশ কর্মকর্তা এবং গ্রামটির বাসিন্দারাও।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, গুজব রটিয়ে শিক্ষার্থীদের ওপর গ্রামবাসী হামলা চালিয়েছে। পুলিশ আসতে দেরি না করলে ঘটনা এতো গভীর হতো না।

কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ থাকায় গেরুয়াসহ আশপাশের গ্রামে ঘর ভাড়া করে থাকেন অন্তত ৫০০ শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গেরুয়া গ্রামে তাদের একটি ভাড়া বাসায় হামলা শুরু হয়। এ সময় অন্যান্য ভাড়া বাসায় থাকা শিক্ষার্থীরা নিজেদের অবরুদ্ধ করে ফেলেন।

শিক্ষার্থীরা আরও জানান, চার দিন আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে এ হামলা চালানো হয়েছে। গেরুয়া গ্রামের স্থানীয় মসজিদে ঘোষণা দিয়ে বলা হয় ‘গ্রামে ডাকাত পড়েছে, গ্রামের মা বোনের ইজ্জত নষ্ট করেছে।’ এর কিছু সময় পরই লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে গ্রামবাসী। তারা শিক্ষার্থীদের পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করেছে।

রাত ১০টার দিকে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফজলুল হক গণমাধ্যমকে বলেন, ‘পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। গ্রামবাসী ও শিক্ষার্থী দুই পক্ষ দুই পাশে অবস্থান নিয়ে আছে। তাদের মধ্যে থেমে থেমে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা রয়েছে। গেরুয়া গ্রামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর কোনো শিক্ষার্থী অবরুদ্ধ নেই।’

শামসুল আলম সীমান্ত নামে প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থী আমরাই জাহাঙ্গীরনগর নামের ফেসবুক গ্রুপে রাত ১১টার দিকে এক পোস্টে বলেন, ‘গেরুয়া মাদ্রাসা মসজিদের পাশের বাসা এখানে আটকা পড়ে আছি। আমার রুমে অলরেডি স্থানীয় লোকজন একবার অ্যাটাক দিয়েছে। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি। বাইরে অনেক লোক। কী করব বুঝতেছি না।’

রাত সাড়ে ১২টার দিকে ফরহাদ ইবনে আওয়াল নামে এক শিক্ষার্থী তার পাস্টে বলেন, ‘প্রশাসন কতটা কেয়ারলেস হলে সংঘর্ষ শুরু হওয়ার ৬ ঘণ্টা পার হলেও পুলিশের সাহায্যে আটকেপড়া শিক্ষার্থীদের উদ্ধার করতে পারে না! জাস্ট ইমাজিন যারা গেরুয়ায় বিভিন্ন মেসে আছে তারা কতটা অসহায় ভীত সন্ত্রস্ত হয়ে রাতটা পার করবে। আর যদি গেরুয়ার সন্ত্রাসীরা গভীর রাতে ওদের হামলা করে তখন সেটার কী জবাব দিবেন উনারা?’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান রাত ১০টার দিকে গণমাধ্যামকে বলেন, ‘গ্রামবাসীর হামলার পর সন্ধ্যা ৭টার দিকে ছাত্রদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে। গ্রামবাসীর হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রক্টর বলেছিলেন, ‘আমাদের বেশ কিছু শিক্ষার্থী গেরুয়া গ্রামে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।’

রাত সাড়ে ১০টার দিকে এসএম রাশিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করা হয়।

রাত সাড়ে ১১টায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জামান বলেন, ‘পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি।’

রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার হওয়া রাশিদুল ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী। নিউজবাংলাকে তিনি তার অবরুদ্ধ অবস্থার কথা জানিয়েছেন।

শেয়ার