নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাকিতে সিঙ্গারা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এক মাদকসেবী গরম তেল ঢেলে রিপন মিয়া (২৭) নামের এক পুরি সিঙ্গারা ও মুদিমনোহরী দোকানদারের শরীর জ্বলছে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাৎক্ষণিক রিপন মিয়াকে কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত সোমবার রাত আটটার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের টঙ্গীরঘাট এলাকায় ঘটে এ ঘটনা। দগ্ধ রিপন মিয়া উপজেলার মাহমুদাবাদ এলাকার আব্দুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গীরঘাট এলাকায় রিপন মিয়া একটি পুরি-সিঙ্গারার দোকান রয়েছে। টঙ্গীরঘাট এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে রাব্বি শিকদার একজন মাদকসেবী। প্রায় সময়ই মাদকসেবি রাব্বি রিপন মিয়ার দোকানে বাকিতে পুরি সিঙ্গারা খেত। সোমবার রাত আটটার দিকে মাদকসেবী রাব্বি রিপন মিয়ার দোকানে গিয়ে বাকিতে সিঙ্গারা খেতে চায়। তখন রিপন মিয়া তাকে বলে আগেও বাকি রয়েছে এখন আর বাকি দেওয়া যাবে না। একথা বলায় রিপনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে মাদকসেবী রাব্বি।
এতে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে সামনে কড়াইয়ে থাকা পুরি সিঙ্গারা ভাজার হাতল দিয়ে গরম তেল রিপন মিয়ার শরীরে ঢেলে দেয়। এসময় রিপন মিয়া শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়ে আত্মচিৎকার শুরু করেন। পরে মাদকসেবী রাব্বি স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে রিপন মিয়াকে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তদন্ত আতাউর রহমান বলেন, এ ধরনের সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।