দীর্ঘ তের বছর পালিয়ে থাকার পর অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছে ধর্ষণ মামলার যাবজ্জীন সাজাপ্রাপ্ত আসামী শহিদুল ইসলাম। গত সোমবার রাতে রংপুর নগরীর তাজহাট থানাধীন শেখপড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে পাঠানো র্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহিদুল ইসলাম ২০০৩ সালে ঢাকার সদরঘাট এলাকার কাপড় ব্যবসায়ী স্বপন মিয়ার বাড়ির দারোয়ানের চাকুরী নেয়। এরপর ওই বাসার গৃহকর্মীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে জড়ালে গৃহকর্মী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনা জানতে পেরে বাড়ির মালিক শহিদুল ইসলামকে বাসা থেকে বের করে দেয়। গৃহকর্মীর পিতা বিষয়টি জানতে পেরে তাকে বাড়ীতে নিয়ে এসে শহিদুলের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। শহিদুল বিয়ে করতে অস্বীকার করলে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। আদালত মামলা আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে বিচার কার্য শেষে ২০১০ সালের ২৭ এপ্রিল আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায়ের পর থেকেই শহিদুল ইসলাম বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে।
পরে গোপন সংবাদের র্যাব-১৩ গত সোমবার রাতে রংপুর নগরীর তাজহাট থানার শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল গ্রামে।