প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গত সোমবার এবং মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান মোঃ আহসান হাবিব ।
এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, দলীয় নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে আগত উপকারভোগীসহ ট্যাগ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মোঃ আহসান হাবিব জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। কোনো প্রকার বিরতি ছাড়া ২ দিন ধরে চাল বিতরণ অব্যাহত আছে। আমার ইউনিয়নের মোট ৬ হাজার ৪শত ৪২ জনের মধ্যে এই চাল বিতরণ করা হয়েছে। এই চাল আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হত-দরিদ্র, অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।