Top
সর্বশেষ

ইউনিট প্রতি ২৫ পয়সা দেবে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড

১০ আগস্ট, ২০২০ ১০:৪৯ পূর্বাহ্ণ
ইউনিট প্রতি ২৫ পয়সা দেবে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ট্রাস্টি ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য ইউনিটহোল্ডারদের আড়াই শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিটহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি ইউনিটের বিপরীতে নগদ ২৫ পয়সা করে পাবেন।

মিউচ্যুয়াল ফান্ডটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ঘোষণা করা লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর। অর্থাৎ ওই দিন যেসব বিনিয়োগকারীর কাছে মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিট থাকবে তারাই লভ্যাংশ পাবেন।

লভ্যাংশ ঘোষণার কারণে আজ মিউচ্যুয়াল ফান্ডটির দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ ইউনিটের দাম যতখুশি বাড়তে পারবে।

তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্ধারিত সীমার নিচে দাম নামতে পারবে না।

শেয়ার