Top
সর্বশেষ

চিলমারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

২২ জুন, ২০২৩ ২:০৬ অপরাহ্ণ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ :

কুড়িগ্রামের চিলমারীতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বিভিন্ন চরাঞ্চলের বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চরবড়ভিটা, বজরা দিয়ারখাতা, চড়ুয়া পাড়া এলাকার পরিদর্শন ও ওই সব এলাকার অর্ধশতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে ।

ত্রাণ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আসমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন প্রমুখ।

এদিকে, উজান থেকে নেমে আসা পানির ঢল ও থেমে থেমে কয়েকদিনের বৃষ্টিতে চিলমারীর ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এতে উপজেলার বিভিন্ন চরাঞ্চল সহ সমতল এলাকা পানিতে প্লাবিত হয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বন্যার পূর্বাভাসের বরাত দিয়ে চিলমারী পয়েন্টের দায়িত্বরত জোবাইর হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯টায় ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে এখনো বিপদসীমার ৫২ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ পানি বৃদ্ধি কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে।

শেয়ার