Top

কুমার নদের দখল-দূষণরোধে সচেতনতামূলক র‌্যালী ও লিফলেট বিতরণ

২২ জুন, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে কুমার নদের দখল ও দূষণরোধে জনসচেতনতামূলক র‌্যালী ও লিফলেট বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে র‌্যালীটি মুজিব সড়ক প্রদক্ষিণ করে আলীপুরের মোড়ে পৌঁছে।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ফরিদপুরে কুমার নদ দূষণ ও দখলরোধে কচুরিপানা অপসারণের পর এখন সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। যারা এই দখল ও দূষণের সাথে জড়িত থাকবে তাদের জরিমানা নয়, জেল দেওয়া হবে। এরপর কুমার নদের দূষণের ব্যাপারে সচেতনতা তৈরি করতে তিতুমীর বাজার ও হাজী শরিয়তউল্লাহ বাজার সহ আশেপাশের এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

এ কর্মসূচিতে পৌর মেয়র অমিতাভ বোস ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ ফরিদপুরের বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

শেয়ার