কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাড়ির পাশের বিলে মাছ ধরার সময় বজ্রপাতে শুকুর আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর দুইটার দিকে বজ্রপাতে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী রৌমারী উপজেলার বন্দরের ইউনিয়নের তিনতলী গ্রামের মজিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার দুপুরের দিকে শুকুর আলী বাড়ির পাশের বিলে মাছ ধরতে গেলে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে পাশ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল।