Top
সর্বশেষ

জিম্বাবুয়ের টি-টেন লিগে দল পেলেন তাসকিন

০৩ জুলাই, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ
জিম্বাবুয়ের টি-টেন লিগে দল পেলেন তাসকিন
নিজস্ব প্রতিবেদক :

জিম আফ্রো টি-টেন লিগে এবার সরাসরি চুক্তিতে ভেড়ানো হয়েছে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমকে। এবার দল পেলেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ।

তাসকিন অবশ্য মুশফিকের মতো সরাসরি চুক্তিতে নয়, দল পেয়েছেন ড্রাফট থেকে। ডানহাতি এই পেসারকে কিনেছে বুলাওয়ে ব্রাভোর্স।

টি-টেন গ্লোবাল স্পোর্টসের সহায়তায় জিম্বাবুয়েতে বসছে জিম-আফ্রো টি-টেন লিগ। আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হয়েছে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জিম সাইবার সিটি।

লিগে প্রতিটি দলে ৬ জিম্বাবুইয়ান ক্রিকেটারের সাথে খেলবেন ৫ ভিনদেশি ক্রিকেটার। স্থানীয় এবং বিদেশিসহ প্রতি দল ১৬ জন করে ক্রিকেটার নিতে পারবে।

জিম আফ্রো টি-টেন লিগে বিদেশি দলগুলোর মধ্যে রয়েছে হারারে হ্যারিকেন্স, কেপটাউন সাম্প আর্মি, ডারবান কালান্দার্স, জোবার্গ বাফালোস এবং বুলাওয়ে ব্রেভস।

শেয়ার