চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ বুধবার (৫ জুলাই) আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আফগানরা। সবুজ উইকেটে বোলিং বেছে নিয়ে শুরুতেই বাংলাদেশকে বিপদে ফেলেছে আফগানিস্তান।
বেশ সতর্ক শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। চোট নিয়েও খেলতে নামা তামিম আফগান পেসারদের সামনে ভুগছিলেন শুরু থেকেই। লিটনও বেশ সাবধানেই শুরু করেন।
৬.৫ ওভারে দলীয় ৩০ রানের মাথায় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। ফারুকীর বলে রহমতউল্লাহ গুরবাজের তালুবন্দি হওয়ার আগে ২১ বলে ১৩ রান করেন তামিম।
এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেন লিটন। দুই চার ও এক ছয়ে ৩৫ বলে ২৬ রান করা লিটন শিকার হন মুজিব উর রহমানের। লিটনের পর দ্রুতই ফিরে যান শান্ত। নিজের প্রথম বলেই শান্তকে ফেরান মোহাম্মদ নবী।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ১৫.১ ওভারে তিন উইকেটে ৮৪ রান। ক্রিজে আছেন সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। সাকিবের সংগ্রহ চার রান, হৃদয়ের আট।
বিপি/এএস