দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শ্যালক এবং গুরুতর আহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী দুলাভাই৷ এ ঘটনায় ওই পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
গত মঙ্গলবার রাত ১০টার দিকে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের গোবিন্দপুর ছিমনিভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্যালক মহসিন আলী (২২) উপজেলার সুবর্ণখুলি গ্রামের আজিম মুন্সিপাড়ার ফজলুল হকের ছেলে। একই এলাকার বাসিন্দা দুলাভাই রশিদুল ইসলাম (৩২) গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রাতে ঢেউটিন বোঝাই একটি ট্রলী খানসামা বাজারের দিকে আসছিলো। অপর দিকে খানসামা থেকে চৌরঙ্গী বাজার মুখী একটি যাত্রী নিয়ে আসছিলো। পথিমধ্যে খানসামা-টেক্সটাইল আঞ্চলিক মহাসড়কে গোবিন্দপুর ছিমনি ভাটা এলাকায় ট্রলী ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় জনগণ ও খানসামা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে প্রথমে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে রংপুর মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহসিন কে মৃত ঘোষণা করেন এবং আহত রশিদুল ইসলাম সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ওসি চিত্তরঞ্জন রায় বলেন, ঘটনাটি শুনেছি। ঢেউটিন বোঝাই ট্রলিটি থানায় আটক রয়েছে। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।