Top
সর্বশেষ

বৃষ্টির পর সাকিব-মুশফিক-আফিফকে হারিয়ে বিপাকে বাংলাদেশ

০৫ জুলাই, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ
বৃষ্টির পর সাকিব-মুশফিক-আফিফকে হারিয়ে বিপাকে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক :

৬ বলের মধ্যে বাংলাদেশ হারালো দুই ব্যাটিং স্তম্ভ সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমকে। খানিক পরেই রশিদের বলে এলবির ফাঁদে আফিফ হোসেন। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে বড় বিপদের মুখে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৮ রান। তাওহিদ হৃদয় ৪০ আর মেহেদি মিরাজ ৫ রানে অপরাজিত আছেন।

টস হেরে ব্যাট করতে নেমে সূচনাটা মোটামুটি ভালো করেছিল টাইগাররা। অধিনায়ক তামিম ইকবাল ধুঁকতে থাকলেও লিটনের সঙ্গে গড়েছিলেন ৩০ রানের জুটি। কিন্তু তামিম ইকবাল ফজল হক ফারুকির বলে আউট হওয়ার পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ।

১৫.১ ওভার খেলা হওয়ার পরই নামে বৃষ্টি। উইকেট ঢেকে দিতে হয় প্লাস্টিকের কাভার (ত্রিপল) দিয়ে। যার ফলে খেলাও বন্ধ হয়ে যায়। কিছু সময় বন্ধ থাকার পর ফের শুরু হয় খেলা।

এর আগে তামিম ইকবাল ধুঁকতে থাকলেও অন্যপাশে ধীরস্থির ব্যাটিং করছিলেন লিটন দাস। দেখে মনে হচ্ছিল, বাংলাদেশ দলের ইনিংসকে অনেকদূর এগিয়ে নিতে পারবেন তিনি। কিন্তু মুজিবের ঘূর্ণি বলের কাছে পরাস্ত হলেন লিটনও। ২৬ রান করে আউট হন তিনি।

এর আগে, তামিম ইকবালের খেলা নিয়েই ধোঁয়াশা ছিল। পিঠের ইনজুরির কারণে তার খেলার সম্ভাবনা ছিল কম। তবুও তামিম জোর দিয়ে বলেছেন- তিনি প্রথম ম্যাচ খেলে দেখতে চান, তার ফিটনেস কেমন। যদিও তার এই কথায় যারপরনাই রেগে গিয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

তবুও অধিনায়কের ব্যক্তিগত সিদ্ধান্ত। অন্যদের উপেক্ষা করার সুযোগ নেই। যে কারণে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশে থাকলেন তামিম ইকবাল। তবে তার যে সত্যিই ফিটনেসে সমস্যা রয়েছে তা বোঝা গেছে তার ব্যাটিংয়ে নামার পরই।

আফগান বোলারদের সামনে বেশ ভালোভাবেই ধুঁকতে দেখা গেছে তাকে। আউট সাইড, ইনসাইড, লো বল কিংবা বাউন্স- কোনোটিতেই স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি তামিম।

২১ বল মোকাবিলা করেছেন। বাউন্ডারি মেরেছেন দুটি। রান করেছেন ১৩টি। কিন্তু উইকেটে বেশ অস্বস্তিতেই দেখা গেছে বাংলাদেশ দলের ওপেনার এবং অধিনায়ককে। শেষ পর্যন্ত সেই ফজল হক ফারুকিকেই উইকেট দিয়ে এলেন তিনি।

গত বছরও বাংলাদেশ সফরে আসা আফগানিস্তানের বিপক্ষে দারুণভাবে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তামিম। তিন ম্যাচের সিরিজের তিনটিতেই আফগান পেসার ফজল হক ফারুকির বলে আউট হয়েছিলেন তিনি। সেবার তিন ম্যাচে (৮, ১১ ও ১২) মোট ৩১ রান করেন তিনি।

এবার করলেন ১৩ রান। ইনিংসের সপ্তম ওভারে ফজল হক ফারুকির বলটিকে খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে রহমানুল্লাহ গুরবাজের হাতে তুলে দেন তামিম। বাংলাদেশ দলের রান ছিল তখন ৩০।

সব মিলিয়ে চারবারের মুখোমুখিতে তামিম ০, ফজলহক ফারুকি ৪- এ হলো আপাতত পরিসংখ্যান।

শেয়ার