Top
সর্বশেষ

প্রভাষক স্ত্রীর পরিবর্তে হাজিরা খাতায় স্বামীর স্বাক্ষর, অধ্যক্ষ জানালেন ‘মাতৃত্বকালীন ছুটি’

০৮ জুলাই, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ণ
প্রভাষক স্ত্রীর পরিবর্তে হাজিরা খাতায় স্বামীর স্বাক্ষর, অধ্যক্ষ জানালেন ‘মাতৃত্বকালীন ছুটি’
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ :

কুড়িগ্রামের চিলমারীতে কয়েক মাস কলেজে উপস্থিত না হয়ে এক শিক্ষিকা মাস শেষে তুলছেন বেতন ভাতা। শুধু তাই নয় ওই শিক্ষিকার পরিবর্তে তাঁর স্বামীকে দিয়ে শিক্ষকদের দৈনিক হাজিরা খাতায় স্বাক্ষর করারও অভিযোগ ওঠেছে। অনেক শিক্ষকরা বলছেন অধ্যক্ষকে উৎকোচ দেয়ার কারণে দীর্ঘদিন কলেজে না এসেও বেতন ভাতা সহ সকল সুবিধা ভোগ করেছেন ওই শিক্ষিকা। তবে অধ্যক্ষ বলছেন উৎকোচ নেয়া বিষয়টি ভিত্তিহীন। এদিকে কলেজ না এসে বেতন উত্তোলনে বিষয়টি অন্য শিক্ষকরা জানাজানি হলে সবশেষ ৭ মে থেকে মাতৃত্বকালীন ছুটি নিয়েছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ।

অভিযুক্ত ওই শিক্ষিকার নাম মোছা. জিন্নাত আরা। তিনি চিলমারী মহিলা ডিগ্রি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক। ওই প্রভাষক (শিক্ষিকা) টানা প্রায় ৪ থেকে ৫ মাস কলেজ না এসে তার স্বামীকে পাঠিয়ে হাজিরা খাতায় একদিনে সব স্বাক্ষর করেছেন বলে মৌখিকভাবে নিশ্চিত করেছেন কলেজটির অফিস সহায়ক আসাদুজ্জামান । তারা বলেন, হঠাৎ এসে একদিনে ফাঁকা পড়া স্বাক্ষর সব দিয়ে চলে গেছেন।

প্রতিষ্ঠানটির শিক্ষক প্রতিনিধি সহ-অধ্যাপক নাজমুল হুদা পারভেজ বলেন, তার (অভিযুক্ত শিক্ষিকা) পরিবর্তে স্বামী স্বাক্ষর করলো আর তিনি মাসের পর মাস না এসে বেতন-ভাতাসহ সকল সুবিধা নিচ্ছেন অথচ ওই শিক্ষিকার বিরুদ্ধে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেন না তা আমাদের বোধগম্য হচ্ছেনা।
প্রভাষক (গার্হস্থ্য অর্থনীতি) মাছুমা আক্তার বলেন, জিনাত আরা বেশ কয়েক মাস থেকে কলেজে আসেন না এটি সত্য, তাই মাঝে মাঝে ওনার ক্লাস গুলো আমাকে নিতে হয়, ওনার পরিবর্তে তার স্বামী হাজিরা খাতায় স্বাক্ষর করেছে সেটিও শুনেছি।

অভিযুক্ত প্রভাষক (গার্হস্থ্য অর্থনীতি) মোছা. জিনাত আরার সাথে মুঠোফোনে কথা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। তবে পরে জিনাত আরার স্বামী ফোন করে উগ্র আচরন করেন এই প্রতিবেদকের সাথে। কলেজ না এসে কিভাবে বেতন ভাতা উত্তোলন করছেন ওই শিক্ষিকা এমন প্রশ্নে কোনো উত্তর দেননি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীতেন্দ্র নাথ বর্ম্মন। তিনি বলেন, কিছু শিক্ষক নিয়মিত আসেন না এটি সত্য। উৎকোচ নেয়ার বিষয়টি ভিত্তিহীন বলে যোগ করেন তিনি।

 

শেয়ার