Top
সর্বশেষ

একসঙ্গে দুই বছরের লভ্যাংশের সিদ্ধান্ত জানাল বিডি ওয়েল্ডিং

১০ আগস্ট, ২০২০ ১১:১৩ পূর্বাহ্ণ
একসঙ্গে দুই বছরের লভ্যাংশের সিদ্ধান্ত জানাল বিডি ওয়েল্ডিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ওয়েল্ডিংয়ের পরিচালনা পর্ষদ একসঙ্গে ২০১৮ ও ২০১৯ সালের সমাপ্ত বছরের লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে।

এর মধ্যে ২০১৮ সালের জন্য কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর ২০১৯ সালের জন্য এক শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য দুই বছরের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ সেপ্টেম্বর। ওই দিন বেলা সাড়ে ১১টায় ২০১৮ সালের এবং দুপুর ১২টায় ২০১৯ সালের এজিএম অনুষ্ঠিত হবে।

এদিকে কোম্পানিটির ঘোষণা করা লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট। অর্থাৎ ওই দিন যেসব বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই লভ্যাংশ পাবেন।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানানোর কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যত খুশি বাড়তে পারবে। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্ধারিত সীমার নিচে শেয়ার দাম নামতে পারবে না।

শেয়ার