কুড়িগ্রামে গত তিনদিন থেকে ব্রহ্মপুত্র, তিস্তা , ধরলা, দুধকুমার সহ ১৬টি নদনদীর পানি কমতে শুরু করেছে । নিম্নাঞ্চল সমূহ থেকে পানি কমে গিয়ে পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। তবে দুই দফা নদনদীর পানি বেড়ে যাওয়ায় নদনদী অববাহিকার মানুষজন পড়েন বিপাকে।
অনেকের পাট ক্ষেত ও পটল,ঝিঙেসহ নানা সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান,ক্ষণস্থায়ী এবারের বন্যায় জেলার প্রায় ১৪৫হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়।তম্মধ্যে পাট ক্ষেত ১শ হেক্টর,পটল,ঝিঙে,শশাসহ নানা সবজি ২৫ হেক্টর,বীজতলা ২০ হেক্টর পানিতে নিমজ্জিত হয়।বন্যার পানি সরে যাওয়ার পর এসব ফসলের প্রায় ৮ হেক্টর জমির সবজি পুরোটা নষ্ট হয়ে গেছে বলে জানান তিনি।
এদিকে,নদনদীর পানি কমে গিয়ে জেলার চর ও দ্বীপচরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন।প্রায় ৩০টি পয়েন্টে নদী ভাঙছে। গত এক সপ্তাহের ব্যবধানে রাজারহাট,উলিপুর ও নাগেশ্বরী উপজেলার কয়েকটি এলাকায় স্থাপনা,বিদ্যালয়,আবাদি জমি ও বাড়িঘর নদী গর্ভে বিলিন হয়ে যায়।