Top
সর্বশেষ

নিখোঁজের তিন দিন পর মাছের প্রজেক্টে মিলল দুই শিশুর মৃতদেহ

০৯ জুলাই, ২০২৩ ১:২৫ অপরাহ্ণ
নিখোঁজের তিন দিন পর মাছের প্রজেক্টে মিলল দুই শিশুর মৃতদেহ
নোয়াখালী প্রতিনিধিঃ :

নোয়াখালী হাতিয়ায় একটি মাছের প্রজেক্ট থেকে দুই শিশুর মৃতদেহ উদ্বার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেকিম মার্কেটের পাশে একটি পুকুরে নিহত এই দুই শিশুর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এর আগে গত শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় তারা।

নিহত দুই শিশু হলো উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফকিরের ছেলে অন্তর (৭) ও একই এলাকার আজহার উদ্দিনের ছেলে রাসেল উদ্দিন (৫)। সম্পর্কে তারা দুই জন মামাতো-ফুফাতো ভাই।

নিহতদের স্বজনরা জানান, গত শুক্রবার বাড়ি থেকে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি দুই শিশু। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। রবিবার সকালে এলাকার লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় বাড়ির পাশে পুকুরে তাদের মৃতদেহ ভাসতে দেখে স্বজনদের সংবাদ দেয়।

দুই শিশুর মৃত্যুতে তাদের বাড়িতে শোকের মাতম চলছে। এলাকার অনেক লোক এসে বাড়িতে ভীড় করছে।

সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হানান জানান, সকালে নিহত শিশুদের মৃতদেহ ভাসতে দেখে এলাকার লোকজন তাকে জানায়। পরে সে ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সাথে কথা বলেন। প্রাথমিক ভাবে পুকুরে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। হাতিয়া থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে।

হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, দুই শিশু নিহত হওয়ার বিষয়টি এলাকার লোকজন মোবাইলে জানিয়েছে। পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার