Top
সর্বশেষ

ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

০৯ জুলাই, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধিঃ :

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ট্রলারের বাবুর্চি আব্দুর রহমানের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে স্থানীয় জেলেরা হাতিয়ার এম আলী লাল চরের কাছে বঙ্গোপসাগর থেকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। পরে ট্রলারের কেবিনের ভেতরে নিখোঁজ আব্দুর রহমানের মরদেহ পাওয়া যায়।

এর আগে গত বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে এমভি ফাতেমা-১ নামে মাছ ধরা একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও আব্দুর রহমানকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আব্দুর রহমান উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড়দেইল গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি ট্রলারের বাবুর্চি পদে কর্মরত ছিলেন।

ডুবে যাওয়া ট্রলারের মালিক মোজাম্মেল হোসেন জানান, ডুবে যাওয়ার পর থেকে ট্রলারটি উদ্ধার করার জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে আসছিলেন তারা। স্থানীয় জেলেদের সহযোগিতায় রবিবার সকালে ট্রলারটি উদ্ধার করে টেনে তীরে আনা হয়। পরে ট্রলারের কেবিনের মধ্যে থেকে নিখোঁজ আব্দুর রহামানের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, গত চারদিন ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার ও নিখোঁজ আব্দুর রহমানের সন্ধানে স্থানীয় জেলেরা চেষ্টা করে আসলেও প্রশাসনের পক্ষ থেকে কোন সহযোগিতা পান নি।

এদিকে নিহত আব্দুর রহমানের মরদেহ তার নিজ বাড়িতে নেয়া হলে সেখানে সৃষ্টি হয় শোকের মাতম। তার মরদেহ দেখতে স্থানীয় লোকজন বাড়িতে ভিড় জমায়। সকাল ১১ টায় স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনের উপস্থিতিতে জানাজা শেষে আব্দুর রহমানের দাফন সম্পন্ন হয়।

বুড়িরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, নিহত আব্দুর রহমান তার পরিবারের একমাত্র উপর্জনকারী ছিলেন। তার পরিবারকে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

 

শেয়ার