Top
সর্বশেষ

নোয়াখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী,পৃথক ওয়ার্ডে না রাখায় ক্ষোভ অন্য রোগী ও স্বজনদের

০৯ জুলাই, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ
নোয়াখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী,পৃথক ওয়ার্ডে না রাখায় ক্ষোভ অন্য রোগী ও স্বজনদের
নোয়াখালী প্রতিনিধিঃ :

নোয়াখালীতে বেড়ে চলছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের অধিকাংশই ৬-৭ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। কয়েকজনকে আবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঈদ পালন করতে আসা লোকজন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা না রাখায় ক্ষোভ জানিয়েছেন অন্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। এছাড়া হাসপাতালের চারপাশ পরিষ্কার রাখার দিকেও কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত বলে মনে করেন তারা।

জানা যায়, গত জুন মাসে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রায় ৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। চলতি মাসের শুরু থেকে আজ (৯ জুলাই) পর্যন্ত প্রায় ৩০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর বাহিরে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৪ জন।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ৫ নং ওয়ার্ডে গিয়ে কথা হয় ডেঙ্গু জ্বরের আক্রান্ত পুষ্প আক্তারের (২৯) সাথে। তিনি জানান, নিজ বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলার হাসান হাটে হলেও স্বামী মোঃ মানিকের চাকরির সুবাদে দুই সন্তান নিয়ে ঢাকার মিরপুর বসবাস করেন তারা। ঈদুল আযহা উপলক্ষে ঈদের পরদিন পরিবার ও স্বজনদের সাথে দেখা করতে ঢাকা থেকে নোয়াখালী আসেন পুষ্প আক্তার। নোয়াখালী আসার পর দিন থেকেই তার শরীরে হালকা জ্বর ও মাথাব্যথা ছিল। শুরুতেই গ্রাম ডাক্তারের চিকিৎসা নিলেও জ্বর বাড়তে থাকলে গত ৪ জুলাই ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে ডেঙ্গু জ্বর হয়েছে বলে জানতে পারেন। এখনো তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থ হতে আরো দুই-তিন দিন লাগতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। হাসপাতালের চিকিৎসা সেবার মান নিয়েও সন্তুষ্ট পুষ্প।

রোগীর স্বজনরা বলছেন, হাসপাতালে প্রায় ছয় থেকে সাত দিন চিকিৎসা নেওয়ার পর অধিকাংশ রোগী সুস্থ হচ্ছেন। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের সহযোগিতা নিয়েও খুশি তারা।

পুষ্প আক্তারের স্বামী মোঃ মানিক জানান, আমার স্ত্রীর জ্বর নিয়ে এখানে ভর্তি করায়। এখন পর্যন্ত চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সাথে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। কোন মেডিসিন ও বাইরে থেকে আনতে হয়নি। হাসপাতাল থেকেই সব দেয়া হচ্ছে।

তবে হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোন ওয়ার্ড না থাকায় এক রোগী থেকে অন্য রোগীর মাঝে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন রোগীদের স্বজনরা। সদর উপজেলার খলিফারহাট থেকে আসা জামাল উদ্দিন বলেন, আমি এখানে এসেছি আমার ছেলের চিকিৎসা করানোর জন্য। সে দীর্ঘদিন পেট ব্যাথায় ভুগিতেছিল। কিন্তু তার ডেঙ্গু না হয়েও তাকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে থাকতে হচ্ছে। এতে করে আমরাও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারি। হাসপাতাল কর্তৃপক্ষের এ বিষয়ে আরো নজর দেয়া উচিত।

এ বছরের ডেঙ্গু রোগের ধরন গত কয়েক বছর থেকে ভিন্ন এবং ভয়ানক বলে মনে করছেন চিকিৎসকরা। তাদের মতে, ঈদ পালন করার জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত লোকজন ডেঙ্গু আক্রান্ত হয়ে আসায় তাদের মাধ্যমে এখানে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় ডেঙ্গু রোগীদের বিভিন্ন পরামর্শও দিচ্ছেন চিকিৎসকরা।

নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী রেজিস্টার ডাক্তার মোহাম্মদ উল্যাহ জানান, গত কয়েক বছরে তুলনায় এ বছর ডেঙ্গুর লক্ষ্মণ কিছুটা ভয়ঙ্কর বলে মনে হচ্ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেই মাথাব্যথা বেড়ে যাচ্ছে। অনেক রোগীর প্রেসার দ্রুত কমে যাচ্ছে, তীব্র পেট ব্যাথা দেখা দিচ্ছে। আবার অনেকের পায়খানার সাথে রক্ত যাচ্ছে। গত কয়েক বছরের ডেঙ্গু রোগীদের এসব লক্ষ্য করা যায়নি। ডেঙ্গুতে কেউ আক্রান্ত হলে ভয় না পেয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ হেলাল উদ্দিন বলেন, আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসা ডেঙ্গু রোগীদের আমরা সর্বোচ্চ চিকিৎসা সেবা দিচ্ছি। অবস্থা গুরুতর হওয়ায় বিভিন্ন সময় কয়েকজনকে ঢাকায়ও রেফার করা হয়েছে। আমাদের পর্যাপ্ত মেডিসিন রয়েছে। হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ চলায় ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড স্থাপন করা সম্ভব হয়নি। তবে প্রত্যেক রোগীকেই পৃথক মশারি দেয়া হয়েছে।

শেয়ার