Top
সর্বশেষ

মাতৃভাষা ও গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত: রিজভী

২১ ফেব্রুয়ারি, ২০২১ ১০:১৩ পূর্বাহ্ণ
মাতৃভাষা ও গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত: রিজভী
নিজস্ব প্রতিবেদক :

যে চেতনার ফলে এ দেশ স্বাধীনতা, মাতৃভাষা ও গণতন্ত্র পেয়েছে আজ সেটিকে ভূলুণ্ঠিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যমের কর্মীদের এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, বর্তমানে মাফিয়া চক্রের মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। আমাদের নামে মিথ্যা মামলা দেওয়াসহ হামলা করা হচ্ছে। গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। তারপরও বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে। গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে তিন বছর অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনের রক্তস্নাত এই দিনটি আমাদেরকে আজও উদ্বুদ্ধ করে। বায়ান্নর ভাষা আন্দোলনে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। এরপর একাত্তরের এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন রাষ্ট্র।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। ভোট ডাকাতির মাধ্যমে সরকার ক্ষমতায়। অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই সরকার অবৈধ সরকার, এই সরকারের কোনো বৈধতা নেই। এই সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।

শেয়ার