মঙ্গলবার থেকে রংপুর টাউন হল মাঠে এক দিনের রংপুর বিভাগীয় বিপিও সামিট চাকরি মেলা অনুষ্ঠিত হবে । মেলাটি বিকেল ৩টায় শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হবে। মেলার উদ্বোধন করবেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
মেলার আয়োজকরা জানান, বিপিও খাতে ২০২৫ সালের মধ্যে এক লাখ কর্মসংস্থান তৈরি করার অন্যতম উদ্দেশ্য। ইতোমধ্যেই এ খাতে কর্মরত লোকের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। এবারে বিভাগীয় বিপিও সামিটসমূহের অন্যতম লক্ষ্য চাকরি মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের জন্য কমপক্ষে এক হাজার কর্মসংস্থান তৈরি।
ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, সিভি সংগ্রহ এবং চাকুরি মেলা একইসঙ্গে চলতে থাকবে। দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি বিপিও কোম্পানিসমূহ মেলায় উপস্থিত থাকবেন। চাকরিপ্রার্থীদের সিভি সংগ্রহের পাশাপাশি সাক্ষাৎকার গ্রহণ করা হবে।