Top

চট্টগ্রামে পাগল বলায় বৃদ্ধ খুন, অভিযুক্ত গ্রেপ্তার

১১ জুলাই, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে পাগল বলায় বৃদ্ধ খুন, অভিযুক্ত গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা বাজারে তুচ্ছ ঘটনার জের ধরে বজরুল হক (৬২) নামে এক বৃদ্ধ ছুরিকাঘাতে হত্যার শিকার হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে খুনি নুরুল আজিজ (৫০) কে আটক করা হয়েছে। নিহত বজরুল হক গন্ডামারা হাজী পাড়ার বশির আহমেদের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক। আর অভিযুক্ত নুরুল আজিমের বাড়িও একই এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গন্ডামারা বাজারের গাউছিয়া হোটেলে বসে চা খাচ্ছিলেন বজরুল হক। এই সময় নুরুল আজিজ সিকদার উচ্চস্বরে ‘ইয়া মেরা নবী বলে চায়ের দোকানে প্রবেশ করেন। তখন সেখানে থাকা বজরুল হক তাকে লক্ষ্য করে বলে ‘পুরান পঅলে ভাত ন পার, নয়া পঅল হত্তুন আইসছদে?’ (পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল কোথা থেকে এসেছে)। এ কথায় ক্ষিপ্ত হয়ে ওঠে নুরুল আজিজ। এই নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে পাশে থাকা চায়ের দোকানে থেকে পেঁয়াজ কাটার ছুরি নিয়ে বজলুলের পেটে নুরুল ঢুকিয়ে দেন নুরুল আজিজ। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ এসে চায়ের দোকান থেকে বজরুলের মরদেহ উদ্ধার ও নুরুল আজিজকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চায়ের দোকানে সামান্য কথা কাটাকাটি একপর্যায়ে ছুরিকাঘাতে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার ও ঘাতককে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে নিহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

 

শেয়ার